সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন

 

সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ : সারাদেশে সরকারের উন্নয়ন ও কর্মকান্ডের অগ্রগতি ব্যহত করার জন্য ধর্মের জিগির তুলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (০৭নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের লিটন ব্রিজের মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলার আহবায়ক পিযূজ কুমার সরকার, সদস্য সচিব প্রনব কুমার, সদস্য মাধব চন্দ্র, প্রতাপ চন্দ্র সরকার, পৌর কমিটির সাধারন সম্পাদক বাদল, আত্রাই উপজেলার সভাপতি স্বপন দত্ত, বদলগাছী উপজেলার সাধারন সম্পাদক তপন কুমারসহ ঐক্য পরিষদ নেতৃবৃন্দরা।
বক্তরা বলেন, সরকারি উন্নয়ন ও কর্মকান্ডের বাধাগ্রস্থ করার জন্য বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন বন্ধ, ৭২ এর সংবিধান মৌল আদলে ফিরিয়ে দেওয়া, ধর্ম আবমাননার কথিত দায়ে গ্রেফতারকৃত ভিকটিমদের অনতিবিলম্বে মুক্তি, সংখ্যালঘু ছাত্রদের বিরুদ্ধে প্রদত্ত শোকজ নোটিশ প্রত্যাহার দাবি জানান। এছাড়াও ধর্ম কথিত দায়ে হামলা করা চলবে না বলেও জানান তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget