মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তরিকুল ইসলাম(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী তরিকুল শিবনাথপুর গ্রামের মৃত: আবুবক্কর সরদার এর ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেনদাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের মধ্য থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন