সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁয় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন মামলায় শামীম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (০২ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। আটক শামীম সদর উপজেলার বোয়ালিয়া (ফকিরপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বোয়ালিয়া (ফকিরপাড়া) গ্রামের এক গৃহবধুর স্বামী ও ছেলে বিদেশ থাকে। গৃহবধু তার স্বামীর সঙ্গে নিয়মিত সামাজিক যোগাযোগের মাধ্যম ইমুতে কথা বলত। গত ২৫ অক্টোবর রাতে গৃহবধু তার স্বামীর সঙ্গে ইমুতে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে অন্তিম মুহুর্তের ছবি গোপনে জানালা দিয়ে শামীম নামে ওই ব্যক্তি তার মুঠোফোনে ধারন করে। এরপর গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে শামীম তার মুঠোফোনে ধারন করা ছবি ওই গৃহবধুকে দেখিয়ে এক লাখ টাকা দাবী করে। তার দাবীকৃত টাকা না দিলে ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দিয়ে সম্মানহানী করা হবে বলে গৃহবধুকে হুমকি দেয়া হয়। এরপর কয়েকবার গৃহবধুর কাছে টাকা দাবী করে শামীম। বিষয়টি গৃহবধু তার স্বামীকে অবগত করে। অবশেষে গৃহবধু তার নিরাপত্তা ও সম্মানের কথা ভেবে বাদী হয়ে সোমবার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলার পর আসামীকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া শামীম এর ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন