বেনাপোলে ১৩টি স্বর্ণের বার সহ আটক-১

বেনাপোলে ১৩টি স্বর্ণের বার সহ আটক-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট এর সামনে লোকাল বাস থেকে ১৩টি স্বর্ণের বার সহ ঝিকরগাছার দেওলী গ্রামের সৈয়দ আলীর ছেলে আশিকুর রহমান(৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী লোকাল বাসে একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশী অভিনব কায়দায় আসামীর কোমরে বেল্টের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় বাধা ১.৪৭৩ কেজি স্বর্ণ (১৩ টি বার) উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি নয় লক্ষ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে সামনে বেনাপোলগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে আশিকুর নামে একজন পাচারকারীর দেহ তল্লাশী করে ১৩টি স্বর্ণের বার সহ তাকে আটক  করা হয়।তিনি আরো বলেন,উদ্ধারকৃত স্বর্নের বার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget