নভেম্বর 2020
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সারাদেশের ন্যায় যশোরের শার্শায় কর্মবিরতিতে স্বাস্থ্যকর্মীরা

বেনাপোল : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্যকর্মীরা নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা।  

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে ‘ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান’ স্লোগানে এ কর্মসূচি পালন করেন তারা।শার্শা উপজেলা স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মবিরতি পালন করা হচ্ছে।

কর্মবিরতিতে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দাবী গুলা অতিদ্রুত মেনে নিক এবং আমার কর্মস্থলে ফিরে যেতে চাই।

এসময় আরো এক স্বাস্থ্যকর্মী বলেন, কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটি’র নির্দেশে সারাদেশের ন্যায় শার্শা উপজেলায় কর্মবিরতি পালন করছি। ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নের জন্য। আমরা চাই আমাদের দাবী গুলা পুরণ করে দ্রুত কাজে ফিরতে।
 

সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ছেলের হাতে পিতা খুন

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনাসগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুরে ইসলাম উদ্দিন (৫২) নামে এক ব্যাক্তি পুত্রের হাতে খুন হলেন! শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্রিতে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ইসলাম উদ্দিন উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক।ঘাতক পুত্রের নাম নাজমুল হোসেন (২০)। সে উপজেলার বাদাঘাট বাজারের কলাপট্রিতে ষ্টেশনারী মালামাল পান সিগারেট বিক্রয় করে আসছিলেন।

 

উপজেলার বাদাঘাট বাজারে ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যবসায়ী ও কেনাকাটা করতে আসা লোকজন জানান, উপজেলার বাদাঘাট বাজারে কলাপট্রিতে ষ্টেশনারী মালামাল বিক্রেতা নাজমুল হোসেনের দোকানের সামনে এসে শনিবার রাত সাড়ে দশটার দিকে তারই পিতা ইসলাম উদ্দিন  চিৎকার চেঁচামেচি বকাঝকা  করতে থাকেন।

এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে সুপারি ছোলার সরতা দিয়ে পিতার মাথায় কয়েকটি আঘাত করেন।এরপরই ইসলাম উদ্দিন দোকানের সামনে পাকা সড়কের উপর সজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লে অতিরিক্ত রক্তক্ষরণের মুখে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।পরে ঘাতক পুত্র নাজমুল ঘটনাস্থল হতে দ্রæত পালিয়ে যান।

নিহতের পরিবার, বাজারের ব্যবসায়ী ও গ্রামের প্রতিবেশীরা জানান, দুই ছেলে ও তিন মেয়ের জনক  ইসলাম উদ্দিন এক সময় বাদাঘাট বাজারের ভাল ব্যবসায়ী ছিলেন। বিগত ৫ হতে ৬ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

বাড়িতে ও পুত্রের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ক্ষিপ্ত হয়ে বকাঝকা ও গালিগালাজ করতেন তিনি।মুলত পারিবারীক অশান্তি লোকসমাজে হেয় প্রতিপন্ন হওয়ার  ক্ষিপ্ত হয়ে নিজ হাতেই পিতার মাথায় আঘাত করে কিছুটা আহত করতে গিয়ে শেষ অবধি খুনের মত বর্বর ঘটনাই ঘটিয়েছেন জেষ্ট পুত্র নাজমুল।

রাতে ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট তৈরীতে থাকা থানার এসআই সুজন চন্দ্র শ্যাম জানান,আঘাতের কারনে ইসলামের মাথার ২টি ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়েছে ।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ (তরফদার) বলেন,তাৎক্ষণিকভাবে ঘটনা জানার পর অভিযুক্ত নাজমুলকে আটক করতে পুলিশকে রাতেই অভিযানে নামানো হয়েছে।

 

প্রতিবন্ধি বিদ্যালয়সমূহের স্বীকৃতি, এমপিও ও জাতীয়করণের দাবিতে নওগাঁয় মানববন্ধন

সালমান ফার্সী (সজল), নওগাঁ : ২০২০ এর অনলাইনে আবেদনকৃত এনডিডি ও নন-এনডিডি প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি, এমপিও ও জাতীয়করণের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান সড়কের পাশে জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে সংগঠনের সভাপতি ও আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সাইদী, সহ-সাধারন সম্পাদকসহ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁসহ সারাদেশের এনডিডি ও নন-এনডিডি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণের জন্য যাচাই বাছাইকৃত বিদ্যালয়ের তালিকা প্রকাশ, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তির আওতায় আনা, সকল বিদ্যালয়ে প্রতিবন্ধী এর কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে বই বিতরন, শিক্ষা উপকরণ ও আধুনিক থেরাপি সরঞ্জামাদি সরবরাহ, খাদ্যবান্ধব কর্মসূচি চালু, শিক্ষার মান উন্নয়নে দেশে ও বিদেশে শিক্ষক কর্মচারীদের প্রশিক্ষন ব্যবস্থার চালুর দাবি জানানো হয়। তারা আরো বলেন, সারাদেশের এনডিডি ও নন-এনডিডি প্রতিবন্ধী বিদ্যালয়ের এই সমস্যাগুলো সমাধান হলে দরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশুরা ও সমাজের অবহেলিত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা শিক্ষার সুষ্ঠ পরিবেশের সুয়োগ পাবে। তাই প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করেন বক্তরা। পরে এসব সমস্যার সমাধান চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মেয়র প্রার্থী শফিকুর রহমান মামুনের পক্ষে নওগাঁয় শ্রমিক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত
সালমান ফার্সী (সজল) , নওগাঁ : “একটা পরিবর্তন, বদলে দেবে আপনার শহর” এই স্লোগানে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শফিকুর রহমান মামুনের পক্ষে নওগাঁয় শ্রমিক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের নওজোয়ান মাঠে টমটম, রিক্সা, চার্যার শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে এই শ্রমিক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী শফিকুর রহমান মামুন। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ পৌর শাখার জাতীয় শ্রমিকলীগের যুগ্ন-আহ্বায়ক মেহেদী হাসান রিজেন্ট, নওগাঁ জেলা শাখার সড়ক পরিবহন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য আইনুল ইসলাম, নওগাঁ জেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক সুমন ইসলাম, পৌর যুবোলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়োক সম্পাদক মানিক, আইসিটি বিষয়ক সম্পাদক রায়হান, বঙ্গবন্ধু পরিষদ নওগাঁর ৮নং পৌর ওয়ার্ড সভাপতি স্বপন, অটোরিকশা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমূখ।
পরে নওজোয়ান মাঠ থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় নওজোয়ান মাঠে এসে শেষ হয়।অনুষ্ঠিত র‌্যালী ও সমাবেশে প্রায় পাঁচ শতাধিক মটরসাইকেল, টমটম, অটো রিক্সাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, নওগাঁ শহরের বিভিন্ন রাস্তায় টমটম রিক্সার লক চাঁদাবাজি বন্ধ, অবৈধ সুদ ব্যবসাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনায় বিশেষ অবদান রাখার কারনে শফিকুর রহমান মামুনকে শ্রমিক বন্ধব মেয়র হিসেবে দেখতে চায় শ্রমজিবী মানুষ সহ নওগাঁবাসী।





ব্যবসা উপখাতে বছরে ৩৫ শতাংশ ঋণ দেয়া যাবে

আজকের দেশ সংবাদ : সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যবসা (ট্রেডিং) উপখাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাৎসরিক ঋণ বা বিনিয়োগের আনুপাতিক হার ৩০ শতাংশ থেকে বৃদ্ধি করে সর্বোচ্চ ৩৫ শতাংশে পুনঃনির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্ধিত এ আনুপাতিক হার আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সবগুলো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধান বরাবর চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডি বিভাগ।

এর আগে সরকার করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য সরকার ২০ হাজার কোটি টাকার চলতি মূলধন দেয়ার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এ প্যাকেজের অর্ধেক অর্থেও যোগান দেবে বাংলাদেশ ব্যাংক।

ঘোষিত সার্কুলার মতে, এ প্রণোদনা প্যাকেজের আওতায় অনুপাত বাৎসরিক ঋণ বা বিনিয়োগের ৩০ শতাংশের বেশি হলে (যা কোনোভাবেই ৩৫ শতাংশের অধিক হতে পারবে না) সমানুপাতিক হারে উৎপাদন ও সেবা উপখাতে প্রদত্ত ঋণ বা বিনিয়োগের অনুপাত কমবে। তবে উৎপাদন ও সেবা উপখাতে প্রদত্ত সামগ্রিক ঋণের অনুপাত ৬৫ শতাংশের কম হবে না।

উৎপাদন, সেবা ও ব্যবসা উপখাতে গ্রাহকের ক্ষতির মাত্রা বিবেচনা করে নতুন ঋণ বা বিনিয়োগ গ্রহীতা প্রতিষ্ঠানের অনুকূলে প্রদেয় বিনিয়োগের পরিমাণ (চলতি মূলধন) সংশ্লিষ্ট ব্যাংকের নীতিমালা ও ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে।

গ্রাহকের ক্ষেত্রে উল্লেখিত সীমা পূর্ববর্তী বছরে প্রদত্ত চলতি মূলধন ঋণ কিংবা বিনিয়োগ সুবিধার অধিক হবে না। প্যাকেজের আওতায় ঋণ বা বিনিয়োগ বিতরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে সাকুর্লার ও সার্কুলার লেটারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

ম্যারাডোনার মৃত্যুতে শোক জানানেল ফখরুল

আজকের দেশ সংবাদ : কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এক শোকবার্তায় ম্যারাডোনার বিদেহী আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ফখরুল।

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ম্যারাডোনার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। সংস্থাটির প্রধান ক্লাওদিও তাপিয়া শোকবার্তায় বলেন, ‘আমাদের কিংবদন্তির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। সবসময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।’

১৯৮৬ সালের বিশ্বকাপে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৯০ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। সেবার জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করতে হয় তাকে। এছাড়া ইউরোপীয় ফুটবলে ইতালীয় ক্লাব নাপোলির অবিসংবাদিত কিংবদন্তি ছিলেন তিনি।

দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছাড়া পান ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও, দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তিনি। যদিও মাদকাসক্তির কারণে তাকে বাড়িতে নয়, পাঠানো হয়েছিল বুয়েন্স আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে। এরপর তাকে নেয়া হয় নিজের বাড়ি তিগ্রেতে। সেখানেই হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই কিংবদন্তি।

আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যারাডোনা। এরপর ইতালিয়ান ক্লাব নাপোলি ছিল তার সোনালী যুগের ক্লাব। খেলেছেন বার্সেলোনার জার্সিতেও। কিন্তু ১৯৮৬ বিশ্বকাপে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই ফুটবল বিশ্বে অবিসংবাদিত কিংবদন্তিতে পরিণত হন তিনি।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে দুটি গোল করেছিলেন, সে দুটিই ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। প্রথমটি করেছিলেন হাত দিয়ে। যে কারণে এটাকে বলা হয় ‘দ্য হ্যান্ড অব গড’। অন্যটি করেছিলেন মাঝমাঠ থেকে এককভাবে টেনে নিয়ে গিয়ে। সেই গোলটারই নাম হয়ে যায় ‘গোল অব দ্য সেঞ্চুরি’।

মাদকাসক্তির কারণে বারবার শিরোনামে আসেন ম্যারাডোনা। তবে সর্বশেষ মস্তিষ্কে জমাটবাঁধা রক্ত অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। এরপর গত ১১ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে রিলিজ দেয়ার পর তিনি ওলিভোস ক্লিনিক থেকে বের হয়ে আসেন। সে সময় শত শত ভক্ত-সমর্থক এবং ফটোগ্রাফার চেষ্টা করেছিলেন তার একটি ছবি তোলার জন্য। কিন্তু সঠিকভাবে কেউই ছবি তুলতে পারেনি কিংবা ভিডিও’ও করা যায়নি।

ম্যারাডোনার আইনজীবী ম্যাথিয়াস মারলাহোস ওই সময় জানিয়েছিলেন, মাদকাসক্ত থেকে ফেরাতে তাকে নিরাময় কেন্দ্রে পাঠানো হচ্ছে। তিগ্রের একটি নিরাময় কেন্দ্রে কয়েকদিন থাকার পর নিজের বাসায় নেয়া হয়। যেখানে তার বড় মেয়ে থাকতেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই পুরো ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে আসে। অগণিত ভক্ত-সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যারাডোনার ছবি দিয়ে শোক প্রকাশ করতে শুরু করেন।

 

পাওনা ৬০০ টাকা চাইতে গিয়ে পিটুনিতে নিহত যুবক

আজকের দেশ সংবাদ : রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় পাওনা টাকা চাওয়ায় সুজন হাওলাদার (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল আনছার বিষয়টি নিশ্চিত করেছেন  ।

তিনি জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত সুজনের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের মধ্যে শান্তা ও রেনু বেগম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহতের ভগ্নিপতি মো. শাহিন জানান, শাহজাহানপুর এলাকার রবু নামে এক যুবকের কাছে ৬০০ টাকা পেত সুজন। বেশ কিছুদিন হয়ে গেলেও রবু টাকা ফেরত দিচ্ছিল না। বুধবার টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবু ও তার বন্ধু এরশাদ, ভাই হৃদয়, শান্তা, রেনু ও জসিম তাকে ইট এবং লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পেটায়। এতে সে মারাত্মক আহত হয়।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর প্রয়োজন হলে, ঢামেক থেকে শ্যমলী প্রাইম হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে অ্যাম্বুলেন্সে সুজন শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিহত সুজনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার চওড়াপাড়া গ্রামে। চার ভাই ও তিন বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। খিলগাঁওয়ের একটি বাড়িতে ভাড়া থেকে ফার্নিচারের দোকানে কাজ করত সে।

বেনাপোল ভবারবেড় গ্রামে র‌্যাবের অভিযান ভারতীয় গাঁজাসহ গ্রেফতার-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল ভবারবেড় গ্রামের হাড়ি হাটা থেকে ১কেজি ভারতীয় গাঁজাসহ ভবারবেড় গ্রামের মোঃ জুলু(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬ সদস্যরা গ্রেফতার মাদক ব্যবসায়ী জুলু ভবারবেড় গ্রামের মোঃ রুস্তম হোসেন এর ছেলে।

বৃহস্পতিবার(২৬ নভেম্বর) ভোর রাতে টার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন হাড়ি হাটার সামনে অভিযান পরিচালনা করে ১কেজি ভারতীয় গাঁজাসহ জুলু নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।


এমপি হেলালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যকরায় রাণীনগরে আনন্দ র‌্যালী

নওগাঁ : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় রাণীনগরে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাণীনগর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়ের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে র‌্যালীটি শেষ হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র‌্যালীতে অংশ নেয়।

এ সময় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

কৃষকরাই এদেশের প্রাণ : কৃষক বাঁচলে দেশ বাঁচবে

সালমান ফার্সী (সজল), নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন কৃষকরাই এদেশের প্রাণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই কথা বিবেচনা করেই বর্তমান সরকার কৃষকদের উৎপাদিত ধাসহ বিভিন্ন ফসলের নায্য মুল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান সরকার কৃষকদের মাঝে বিভিন্ন ফসলভিত্তিক নগদ টাকা, বীজ, সার ও কৃষি সামগ্রী প্রনোদান হিসেবে বিতরন করে কৃষকদের উৎসাহিত করছে। কাজেই এ দেশের কৃষখরা এখন ভালো আছেন। খাদ্যমন্ত্রী বলেছেন অবৈধভাবে যারা ধান ক্রয় করে গুদামজাত করে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরী করবে তারা অপরাধী। সরকার এই কৃত্রিম সংকট বরদাস্ত করবেনা। সরকার তাদের কঠোরভাবে দমন করবে।  
মন্ত্রী বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমন সংগ্রহ ২০২০-২০২১ উপলক্ষে খাদ্য বিভাগীয় রাজশাহী ও রংপুর বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ সব কথা বলেছেন।
নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ-এর সভাপতিত্বে আয়োজিত এ মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব মোছা. নাজমানারা খানুম, খাদ্য বিভাগের মহা-পরিচালক সারওয়ার মাহমুদ ও রাজশাহী এবং রংপুর বিভাগের বিভাগীয় খাদ্য কর্মকর্তা, সকল জেলা খাদ্য নিয়ন্ত্রক, বিভিন্ন জেলার চাউল কল মালিক গ্রুপের নেতৃবৃন্দ।  

নওগাঁয় কৃষক লীগের সমাবেশ ও আনন্দ র‌্যালী

সালমান ফার্সী (সজল) নওগাঁ : ধান-চাল ক্রয় কমিটিতে সারাদেশে জেলা ও উপজেলা কৃষক সংগঠনকে সম্পৃক্ত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আন্তরিক ও ধন্যবাদ দিয়ে নওগাঁয় সমাবেশ ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা কৃষক লীগের উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপূরে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ র‌্যালী বের করা হয়।
নওগাঁ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল ওয়াহাবের নেতৃত্বে এ সময় যুগ্ম আহবায়ক খোরশের আলম, সদস্য কুদরত উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

নওগাঁর রাণীনগরে এমপির সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের মতবিনিময়

সালমান ফার্সী(সজল) নওগাঁ : নওগাঁর রাণীনগরে স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধান কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, রাণীনগর থানার ওসি মো: জহরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল সহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তারা।

ধানের ন্যায্যমূল্য পাচ্ছে বলেই কৃষকরা ধান উৎপাদনে আগ্রহী হচ্ছেন: নওগাঁয় খাদ্যমন্ত্রী

সালমান ফার্সী(সজল) নওগাঁ :
ধানের ন্যায্যমূল্য পাচ্ছে বলেই কৃষকরা ধান উৎপাদনে আগ্রহী হচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলায় ২০২০-২১ রবি মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রনোদোনা বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর আহবান এক ইঞ্চি জমিও যাতে ফাকা না থাকে। এরই ধারাবাহিকতায় কৃষকের মাঝে ভুট্টা ও গমের বীজ বিতরণ করা হয়েছে।
যেহেতু আমরা গম, ভুট্টা বিদেশ থেকে আমদানি করে থাকি। তাই কৃষকেরা খালি জমি ফেলে না রেখে ধানের পাশাপাশি গম ভুট্টা চাষ করে লাভবান হতে পারে এবং জাতীয় ভাবেও আমরা লাভবান হব।
অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর এ মোর্শেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাফুজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


ধান-চালের দর বেঁধে দেয়ার সুফল পাচ্ছে মানুষ- খাদ্যমন্ত্রী
নওগাঁ অফিস : সরকারী ভাবে ধান-চালের দর বেঁধে দেয়ার সুফল পাচ্ছে কৃষক, ভোক্তা সবাই, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার (২২ নভেম্বর) সকালে নওগাঁর সাপাহারে আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। 


মন্ত্রী বলেন- মৈাসুমের শুরুতে অনেকে সিন্ডিকেট করে কম দামে ধান কিনে কৃষকদের ঠকায়। এ জন্য সরকারী ভাবে দর বেঁধে দিয়ে সংগ্রহ করা হয়। এবার নতুন আমন ধানে ভাল দাম পেয়ে খুশি কৃষক। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাজার দর ও মজুত পরিস্থিতির উপড় তীক্ষè দৃষ্টি রাখা হয়েছে। প্রয়োজনে লক্ষ্য মাত্রার অতিরিক্ত ধান সংগ্রহ করবে সরকার। 


মন্ত্রী আরো বলেন- সরকারী মুজুতের জন্য চাল আমদানী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তার পরিমান নির্ভর করছে বাজার দর স্থিতিশীলতার উপর। ধান-চালের বাজারে কাউকে সিন্ডিকেট করতে দেয়া হবে না। বেসরকারী ভাবে কেউ আমদানীর সুযোগ পাবেনা বলেও জানান মন্ত্রী।


চলতি মৈাসুমে সরকারী ভাবে মিলারদের কাছ থেকে ৬ লাখ মেট্রিক টন চাল ও কৃষকদের কাছ থেকে ২ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করেছে সরকার। ৭ নভেম্বর ধান ও ১৫ নভেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হয়েছে। 


অনুষ্ঠানে খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি, কৃষক ও অন্যান্যরা  উপস্থিত ছিলেন। 


পরবর্তী সময়ে উপজেলা পরিষদ চত্বরে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের স্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার সরকারী বিশ^বিদ্যালয় কলেজে ৬কোটি ২৫লক্ষ টাকা ব্যায় স্বাপেক্ষে একটি ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং উপজেলার তিলনা ইউনিয়নে ভুমিহীনদের জন্য বরাদ্দকৃত প্রধান মন্ত্রীর দেয়া নির্মানাধীন গৃহগুলি পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সভায় বক্তব্য প্রদান করেন।


গোলাম সারোয়ার ৫ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ইসলামি বক্তা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকাল করেছেন।


শনিবার ভোর চারটা ২০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মাওলানা সারোয়ারের মৃত্যু হয় বলে জানান তার ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার।


গোলাম সারোয়ারের বয়স হয়েছিল ৫২ বছর।


শনিবার বাদ আসর কসবা আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দাফন হবে আলিয়া মাদ্রাসার কবরস্থানে।


গোলাম সারোয়ার ৫ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।


পীর সাহেব আড়াইবাড়ী নামে সারাদেশে খ্যাতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর। 


গোলাম সারোয়ার ৫ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বেনাপোলে ১৩টি স্বর্ণের বার সহ আটক-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট এর সামনে লোকাল বাস থেকে ১৩টি স্বর্ণের বার সহ ঝিকরগাছার দেওলী গ্রামের সৈয়দ আলীর ছেলে আশিকুর রহমান(৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী লোকাল বাসে একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশী অভিনব কায়দায় আসামীর কোমরে বেল্টের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় বাধা ১.৪৭৩ কেজি স্বর্ণ (১৩ টি বার) উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি নয় লক্ষ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে সামনে বেনাপোলগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে আশিকুর নামে একজন পাচারকারীর দেহ তল্লাশী করে ১৩টি স্বর্ণের বার সহ তাকে আটক  করা হয়।তিনি আরো বলেন,উদ্ধারকৃত স্বর্নের বার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

  

শীতে করোনা সংক্রামণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক নওগাঁ জেলা পুলিশ সুপার

অন্তর আহম্মেদ  নওগাঁ  : সরকারি ঘোষণা বাস্তবায়নে কঠোর হচ্ছে নওগাঁর জেলা পুলিশ। আজ নওগাঁ জেলার প্রান কেন্দ্র মুক্তির মোড়ে আজ সকালে মাক্স পড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, নওগাঁ জেলা পুলিশ সুপার উপস্থিত থেকে রাস্তায় যাদের মুখে মাক্স নেই তাদেরকে মাক্স পড়িয়ে দিয়েছেন,


এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার চিশতী, অসিত কুমার ঘোষ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, অফিসার  ইনচার্জ (তদন্ত) ফয়সাল বিন আহসান প্রমুখ। 

 পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, থানায় মাস্ক ছাড়া গেলেও সেবা দেওয়া হবে না। তবে মাস্ক পরতে ভুলে গেলে বা জরুরি সহযোগিতা চাওয়ার সময় মাস্ক না পড়লে তখন বিষয়টি বিবেচনা করা হবে।
করোনা সংক্রামণ শুরু হওয়ার পর থেকে পুলিশ নাগরিকদের সচেতনতায় কাজ করছে। নাগরিকদের খাদ্যসহায়তা, মাস্ক পরিধান, করোনায় আক্রান্ত ব্যক্তিদের দাফনসহ সব সহযোগিতাই করেছে। এটি চলমান রয়েছে। সরকার নতুন করে মাস্ক পরার যে নির্দেশনা দিয়েছে তার পুরোপুরি বাস্তবায়নে কাজ করবে নওগাঁ জেলা পুলিশ।

স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক সন্দেহে নওগাঁয় এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা


সালমান ফার্সী (সজল), নওগাঁ অফিস : নওগাঁ সদর উপজেলার হাড়িয়াগাছি গ্রামে স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক রয়েছে এমন সন্দেহে তোফাজ্জল হোসেন ছকু নামের এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের হলে আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে।
সদর উপজেলার হাড়িয়াগাছি গ্রামের হাড়িয়াগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস উক্ত তোফাজ্জল হোসেন ছুকর সাথে অনেক আগে থেকেই একই গ্রামের জনৈক দিলদার হোসেনর স্ত্রী মনি বেগমের প্রেমের সম্পর্ক রয়েছে বলে দিলদারসহ তার পরিবারের লোকজনের সন্দেহ রয়েছে। এই সন্দেহের বশে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উক্ত তোফাজ্জল হোসেন ছকুকে দিলদার হোসেন ও তার লোকজন রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে। এ সময় ছকু দিলদারের বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বলে ছকুর পরিবার থেকে জানানো হয়েছে।
পারিবারিকভাবে জানানো হয়েছে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত গাছের সাথে বেঁধে রেখে উক্ত দিলদার হোসেন, সোহেল রানা, পরাগ, আরিফ ও সেলিনা বেগম সকলে মিলে লাঠিসোটা দিয়ে এক নাগাড়ে মারপিট করতে থাকে। পরে তারা উক্ত তোফাজ্জল হোসেন ছকুর বিরুদ্ধে চুরির আভিযোগ এনে নওগাঁ সদর থানার পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে তার অবস্থা আশঙ্কাজনক দেখে গ্রহণ না করে তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়। পরে ছুকুকে তার পরিবারের লোকজনের কাছে চিকিৎসার জন্য হস্তান্তর করে থানায় ফিরে আসে।  
ছকুর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে রাতে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরদিন বুধবার(১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে উক্ত ছকুর অবস্থার আরও অবনতি হতে থাকে। রাত ১২টায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসরকরা তাকে মৃত ঘোষনা করেন।  উক্ত তোফাজ্জল হোসেন ছুক বিবাহিত  এবং দুই সন্তানের জনক।
এ সংবাদ পেয়ে উল্লেখিত আসামীরা সবাই নিজ নিজ বাড়ি ছেড়ে পলাতক রয়েছে। তাদের বাড়িঘর এখন তালাবদ্ধ রয়েছে।
এ ব্যপারে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ব্যপারে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেছেন কোন অসামাজিক কার্যক্রম থাকলে সে ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রয়োজন । আইন নিজের হাতে তুলে নেয়া অপরাধ। এ ব্যপারে যথাযথ গুরুত্ব দিয়ে মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

 
ঝালকাঠিতে পুলিশের অভিযানে ৮ পিলার ব্যবসায়ী আটক, ১টি পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার

ইমাম বিমান : ঝালকাঠিতে ব্রিটিশ সীমানা পিলারের সাদৃশ্য বস্তুসহ আটকজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন বাইপাস মোড়স্থ ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা নয়টি মোবাইল ফোন ও পিলার ব্যবসায়ে ব্যবহারিত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বাইপাস মোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালান চক্রের কতিপয় সদস্য ১০কোটি টাকা মূল্যের পিলার পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে উদ্ধারকৃত ওই পিলার সাদৃশ্য বস্তুটি আসলে ব্রিটিশ সীমানা পিলার কিনা তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ । বস্তুটি পরীক্ষা নিরীক্ষা ও তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

রাজাপুর বাইপাস এলাকার মৃত ইসাহাক খন্দকারের ছেলে ইদ্রিস খন্দকার সহ বাকি আটককৃতরা হলেন, চট্টগ্রামের বাকুলিয়ার মোহাম্মদ হোসাইনের ছেলে হোসাইন বিন শহিদ (৫০), বরিশালের হিজলার পভনিভায়া গ্রামের হাজি নুরুল ইসলামের ছেলে মাহতাব উদ্দিন (৫৪), লক্ষ্মীপুরের বাজিপুর থানার ভবানিপুর গ্রামের ফয়েজ উদিদনের ছেলে মিজানুর রহমান (৪৫), ভোলার বোরহানউদ্দিনের ইদ্রিস আলীর ছেলে মহিউদিদন (৪০), ঢাকার দক্ষিণখানার ১২ নং সেক্টরের মোল্লারটেক এলাকার জমির উদ্দিনের ছেলে রতন উদ্দিন (৪৫), ভোলার লালমোহনের চরনিউলোর কাজেম আলীর ছেলে মেহেদি হাসান (৩৩) ও রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের সাহেব আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ওসি তদন্ত আবুল কালাম আজাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

যশোরের বেনাপোলে ২২ বোতল মদ সহ পণ্য বোঝায় ভারতীয় ট্রাক আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে ২২ বোতল বিদেশী মদ থাকায় একটি ভারতীয় ট্রাক আটক করেছে কাস্টমস ও বিজিবি।
বুধবার (১৮ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং গেডের সামনে থেকে ২২ বোতল মদসহ ট্রাকটি আটক করা হয়েছে।
কাস্টমস সুত্রে জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন প্রকার কসমেটিক ও মেশিনারি পণ্যের সাথে মাদক আসছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি ভারতীয় ট্রাক (ডব্লিউবি ৭৮-১৭৫০) আটক করা হয়েছে। পরে ওই ট্রাকটি তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মদ পাওয়া গেছে। গাড়ি থেকে ২২ বোতল মদ পাওয়ার পর ট্রাকটি কাস্টমসে হাউজে নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় সুত্রে জানা যায়, ভারতীয় ট্রাকটিতে ৬ কনসারমেন্ট আমদানিকৃত পণ্য ছিল। যার ৫ কনসারমেন্ট ৯ নং শেডে নামানো হয়। পরে অন্য চালানটি ৪০ নং শেডে নামানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। কাস্টমস ও বিজিবি যৌথভাবে ট্রাকটি ৩ নং গেডের সামনে থেকে আটক করা হয়

সুনামগঞ্জের তাহিরপুরে ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে শ্রমিক নিহত

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর,তাহিরপুর (সুনামগঞ্জ) :  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে ইঞ্জিন চালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এক শ্রমিক,নিহত শ্রমিকের নাম অনুকুল মিয়া (৩০) সে উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের মদনপুর গ্রামের সুন্দর তালুকদারের ছেলে। অপর একজন আহত হয়ে সিলেট এম এজি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানাগেছে,নিহত অনুকুর মিয়া ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মঙ্গলবার ভোর সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন।বের হওয়ার ক মিনিট হতে না হতেই নদীতে অপর একটি ইঞ্জিন চালিত নৌকা ধাক্কা দেয়,আর ওই ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে পড়েন শ্রমিক অনুকুল।এ পর্যায়ে সেখানেই তার মৃত্যু ঘটে।

এ ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষনিক মুহূর্তে ঘটনাস্থলে পৌছেঁ যান,এবং সেখান থেকে অপর নৌকার মাঝি বিল্লাল (৩৫) কে আটক করা হয়।আটককৃত মাঝি একই ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের ধন মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়,এবং একটি মামলাও হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget