মো.হারুন আল রশীদ, (ধামইরহাট) নওগাঁ : নওগাঁর ধামইরহাটে কৃষকের আধাপাকা ধানে ক্ষতিকর রাসায়নিক ঔষধ ছিটিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে ক্ষেতে মরে যাচ্ছে। বিষয়টির সুষ্টু বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি কৃষক।
ধামইরহাট থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলা সদরের উত্তর চকযদু (নয়াপাড়া) গ্রামের কৃষক মো.আব্দুল কাদেরের ক্রয় সূত্রে প্রাপ্ত চকযদু মৌজার মাঠে ১৯ শতাংশ জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধান রোপন করেন। রাতের কোন সময়ে ওই জমিতে একটি প্রভাবশালী মহল ক্ষতিকর রাসায়নিক বিষ স্পে করে। গত বুধবার সন্ধ্যার দিকে মাঠে গিয়ে ওই কৃষক দেখেন বিষের প্রভাবে তার আধাপাকা ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। এতে তার প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে কৃষক মো.আব্দুল কাদের বলেন, ১৯৭৩ সালে তার বাবা মরহুম ইসমাইল হোসেন ওই জমি ক্রয় করেন। যার দলিল নং-৩৬৪১।
ধামইরহাট অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,কৃষক আব্দুল কাদের বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন