ঝালকাঠিতে মেয়েদেকে মার্শাল আর্ট প্রশিক্ষন দিলো লাল সবুজ সোসাইটি

ঝালকাঠিতে মেয়েদেকে মার্শাল আর্ট প্রশিক্ষন দিলো লাল সবুজ সোসাইটি


ঝালকাঠি : দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে ঝালকাঠিতে মেয়েদের আত্মরক্ষার কৌশল সম্পর্কিত মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ সোসাইটি। স্থানীয় অফিসার্স ক্লাবের টেনিস মাঠে রোববার (১১ অক্টোবর) বিকেলে শুরু হয় এ প্রশিক্ষণ কর্মশালা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ষাট শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহনকারীকে দেয়া হবে সনদপত্র। ‘লাল সবুজ সোসাইটি’ আয়োজিত মার্শাল আর্ট প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক পদকপ্রাপ্ত তায়কোয়ান-দো খেলোয়ার আয়েশা সিদ্দিকা সাবা। সংগঠনটির ঝালকাঠি জেলা শাখার সভাপতি আবির হাসান জানান, ‘জাগো নারী, নিজেকে করো শক্তিশালী’ এই শ্লোগান নিয়ে আমাদের ‘‘অপরাজিতা’’ প্রকল্পের আওতায় মেয়েদেরকে আত্মরক্ষার বিশেষ কৌশল শিখিয়ে দেয়া হচ্ছে। এর আগেও আমরা আমাদের সংগঠনের আয়োজনে ২০১৯ সালে ঝালকাঠির প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ মাঠে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির জাতীয় নির্বাহী বোর্ডের সভাপতি তাসিন উদ্দিন, সাধারণ সম্পাদক সোনালী বিনতে সিরাজ, নির্বাহী সদস্য সপ্নীল খান। এছাড়াও ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক কানিজ মিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাফা তালুকদার সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget