হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কেরাম (বোর্ড) খেলার বাজিতে মোবাইল ফোন হেড়ে বিষপান করে মাফিকুল মিয়া (১৫) এক কিশোরের অপ-মৃত্যর ঘটনা ঘটেছে।নিহত কিশোর বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামের আফতন আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে,মাফিকুল মিয়া বিকেলে কাউকান্দি বাজারে আল-আমিন মিয়ার দোখানে কেরাম (বোর্ড) খেলতে যায়।সেখানে সে তার নিজ মোবাইল ফোন সে বাজিতে ধরে নেয়।বাজির খেলায় হেড়ে গিয়ে কাউকে কিছু না বলে তার নিজ বাড়িতে রাখা ইঁদুরের বিষপান করে ফেলে।তাৎক্ষানিক ভাবে তাকে তাহিরপুর সদর হাঁসপাতালে নিয়ে যাওয়া হয়।হাঁসপাতালের কর্মরত চিকিৎসকগন কিশোর মাফিকুল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাঁসপাতালে রেপার করে দেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
তাহিরপুর থানার (ওসি) মোঃ আব্দুল লতিফ (তরফদার) বলেন,নিহত মাফিকুল মিয়ার পরিবার থেকে কোন অভিযোগ পাইনি।তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন