সালমান ফার্সী (সজল) নওগাঁ : কোভিড-১৯ এর কারণে ভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে ছোট পরিসরে শারদীয় দূর্গা পুজার আয়োজন করতে চাই। এ ছাড়াও মন্ডপে মন্ডপে আলোকসজ্জার টাকা মানব কল্যাণে ব্যায় করার অনুরোধ জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (১৩ অক্টোবর)বিকেলে কোভিড-১৯ এর সাম্ভাব্য ২য় পর্যায়ে সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি ও করনীয় এবং আসন্ন শারদীয় দূর্গা পুজার উদযাপন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন।
নওগাঁয় জেলা প্রশাসক সম্মেলক কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারী, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান। এ ছাড়া নওগাঁ জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নির্মলকৃষ্ণ সাহা সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় এ বছর ৭৪৬টি মন্ডপে শারদীয় দূর্গা পুজার আয়োজন করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.