আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর রাণীনগরে সাড়ে ৫ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযাগে উঠেছে ৫৫
বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভােগী শিশুর বাবা বাদি হয়ে ২২
অক্টোবর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বেলাল হােসেন (৫৫) কে আসামি করে
রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার ভেটি গ্রামের রকিম উদ্দিনের পুত্র বেলাল হােসেন (৫৫) গত ১৭ অক্টােবর বিকেল সাড়ে ৫ ঘটিকার সময়, ব্যক্তিটি শিশুকে টাকা দিয়ে খাবার জিনিস কিনে দেয়ার লােভ দেখিয়ে ফুসলিয়ে পুকুর পারে নিয়ে যায়। এরপর বেলাল ওই শিশুকে নানা ভাবে যৌন নিপীড়ন করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুর মা’কে খবর দিলে শিশুর মা পুকুর পারে গিয়ে ওই অবস্থায় দেখতে পেয়ে শিশুকে নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযােগ বেলাল হােসেন (৫৫) কে আসামি করে রাণীনগর থনায় মামলা দায়ের করেন।
ভুক্তভােগী শিশুর বাবা জানান, এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়ের করছি। দ্রুত আসামি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।
এ ব্যাপার রাণীনগর থানার ওসি মােঃ জহুরুল হক বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযােগে শিশুর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা গেছে, উপজেলার ভেটি গ্রামের রকিম উদ্দিনের পুত্র বেলাল হােসেন (৫৫) গত ১৭ অক্টােবর বিকেল সাড়ে ৫ ঘটিকার সময়, ব্যক্তিটি শিশুকে টাকা দিয়ে খাবার জিনিস কিনে দেয়ার লােভ দেখিয়ে ফুসলিয়ে পুকুর পারে নিয়ে যায়। এরপর বেলাল ওই শিশুকে নানা ভাবে যৌন নিপীড়ন করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুর মা’কে খবর দিলে শিশুর মা পুকুর পারে গিয়ে ওই অবস্থায় দেখতে পেয়ে শিশুকে নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযােগ বেলাল হােসেন (৫৫) কে আসামি করে রাণীনগর থনায় মামলা দায়ের করেন।
ভুক্তভােগী শিশুর বাবা জানান, এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়ের করছি। দ্রুত আসামি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।
এ ব্যাপার রাণীনগর থানার ওসি মােঃ জহুরুল হক বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযােগে শিশুর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন