বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় নওগাঁ’র মল্লিকা হোটেল লাউঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বোয়ালিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাসান আল মামুন এবং জেলা যুব লীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএস কামাল আরও বলেছেন ১৭ অক্টোবরের উপ-নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। বিএনপি যদি শেষ পর্যন্ত মাঠে থাকে তাহলে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে তিনি শেষ পর্যন্ত বিএনপি’কে নির্বাচনের মাঠে থাকার আহবান জানান।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন সাংবাদিকরা একটি দেশের গণতন্ত্র সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা একটি সরকারের দোষ ত্রুটি তাদের লিখনীতে তুলে ধরে সরকারকে সঠিক পথনির্দেশনা প্রদান করে। এতে সরকারের সংশোধনের সুযোগ থাকে।
তিনি আরও বলেন আওয়াম লীগ ৪ ধরনের মানুষকে কখনও দলে আশ্রয় প্রশ্রয় দেয় না। এই চার ধরনের মানুষ হচ্ছে যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা সন্ত্রাস করে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত এবং যারা মাদকের সাথে জড়িত।
এসএস কামাল বলেছেন কেউ কেউ অভিযোগ করে বলে সরকার সংবাদপত্রের কন্ঠ রোধ করেছে। কিন্তু এই সরকারের সময়েই সর্বাধিক টেলিভিশন এবং সংবাদপত্রের অনুমোদন লাভ করেছে। এসব সংবাদপত্র এবং টেলিভিশনে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন সমালোচনা করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন