সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা ও নাসির বিড়ি সহ মদের চালান জব্দ

 


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা ও নাসির বিড়ি সহ মদের চালান জব্দ 

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর(সুনামগঞ্জ)  : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ,কয়লা সহ নাসির বিড়ির চালান আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবি সুত্রে জানাগেছে, চাঁনপুর বিওপির টহল দল সোমবার (১৯ অক্টোবর) সীমান্ত পিলার ১২০২/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরেতাহিরপুর উপজেলার  উত্তর বড়দল ইউনিয়নের মাঝেরটিলা নামক এলাকা থেকে,৪৮ বোতল ভারতীয় মদ ও ৭,হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করেছে,যার মূল্য ৮৩,হাজার ৯,শত টাকা।

অপরদিকে একই দিনে,লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরেতাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে,,হাজার ২,শত ৫০ কেজি ভারতীয় কয়লা আটক করা হয় যার মূল্য ৫৫, হাজার ২,শত ৫০ টাকা।

সুনামগঞ্জ-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মোঃ মেসবাহ উদ্দীন রাসেল জানান,আটককৃত নাসির বিড়ি,কয়লা ও মদের চালান সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget