নওগাঁ অফিস : নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের বাকরইল গ্রামে বিষ প্রয়োগে একটি পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ও রবিবার ধরে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে বলে পুকুরের মালিক মোকলেছুর রহমান জানান।
এ পর্যন্ত পুকুর থেকে প্রায় ২০ মণের অধিক মাছ মরে ভেসে উঠেছে। আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও তিনি জানান।
পুকুরের মালিক অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুল বারিক (বাবলু) এর ছেলে আলমগীর (৩৫), ফারুক (৩০), মৃত: তাজির উদ্দীন এর ছেলে আব্দুর বারিক (৫৫), আব্দুল মতিন (৪০) পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলি মেরে ফেলেছে।
তিনি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানাচ্ছেন।
জানা গেছে, মোকলেছুর রহমানেরর মালিকানা বাকরইল মৌজায় ১ একর ২২ শতক পুকুরে মাগর, কানছ, তেলাপুয়া, জাপানি, রুই মিড়কা, সিলবরকাপ, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে চাষ করে বর্তমানে মাছগুলি অনেক বড় হয়ে গেছে। পূর্বশত্রুতার জের ধরে দূর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে চাষ করা সব প্রজাতির মাছ মরে ভেসে উঠে।
এ বিষয়ে পত্নীতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনাস্থ্যল পরিদর্শন করেছেন পতœীতলা থানা পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন