সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর সাপাহারে ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১টি মোবাইল সেটসহ ২ জনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় ১৬ বিজিবি এর অধীনস্থ নীতপুর কমান্ডার সুবেদার মো. অছিকুর রহমান শেখ এর নেতৃত্বে নীতপুর দীঘিরহাট বাজার নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। যাহার আনুমানিক মূল্য-২৪,০০০ টাকা।
আটককৃতরা হলেন, সাপাহার থানার হাপানিয়া গ্রামের মৃত আলকোজ এর ছেলে জামাল(৩৫), ও করমুডাংগা গ্রামের আঃ সালাম এর ছেলে রাশেদুল ইসলাম (২৭) ।
আটককৃত আসামীদেরকে গাঁজাসহ সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন