মুজিববর্ষ উপলক্ষে নওগাঁয় কমিউনিটি পুলিশিং দিবস পালিত
সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁয়“মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র”এই শিরোনামে নওগাঁয় কমিউনিটি পুলিশিং দিবস ২০২০ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শান্তিময়, সুখি সমৃদ্ধশালী এবং সুশৃংখল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিল শেড-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতারের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক প্রফেসর শরীফুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল-রশীদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাসহ জেলা এবং সদর উপজেলা, পৌরসভা পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.