নওগাঁর পোরশায় আম গাছের নিচে ধান চাষ

নওগাঁর পোরশায় আম গাছের নিচে ধান চাষ

পোরশা, নওগাঁ : বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত নওগাঁর পোরশা উপজেলাসহ এর আশপাশের উপজলাতে এক সময় যে জমিগুলোতে শুধুমাত্র ধান চাষ হতো, এখন ধানের পাশাপাশি ওই একই জমিগুলোতে চাষ হচ্ছে আম। ধান চাষের পাশাপাশি গড়ে উঠছে বড় বড় আমের বাগান। একই জমিতে ধানের পাশাপাশি আমের বাগান এখন সবুজ দৃষ্টিনন্দন উচু নিচু বরেন্দ্রভূমি। দিন যতই যাচ্ছে এ অঞ্চলে আমের আবাদ ততই বাড়ছে। আমের ফলনও হচ্ছ ব্যাপক। আবাদী জমিগুলোতে সারি সারি আম গাছের বাগান যেন সৌন্দর্যের পাশাপাশি সবুজ ছায়া এনে দিয়েছে। ধান চাষের পাশাপাশি আম নিয়ে এখন নতুন আশায় বরেন্দ্র অঞ্চলের কৃষক। চলতি মৌসুমে কৃষকরা ধান নিয়ে। ব্যাস্থ থাকলেও কিছুদিন পরেই ঝুকে পড়বে আমে। এখন কৃষকরা আমন ধানে কীটনাশক স্প্রে আর ধানের পরিচর্যা করা নিয়ে ব্যাস্থ সময় কাটাচ্ছেন। মাস খানেক পরেই আমন কেটে ঘরে তোলা আর মাড়ায়ে ব্যাস্থ হয়ে পড়বেন এ অঞ্চলের কৃষকরা। ধান ঘরে তোলা হলেই একই জমির আম গাছগুলোতে ভিটামিন ও কীটনাশক স্প্রে করতে ব্যাস্থ হবেন চাষিরা। ইতোমধ্যে গাছের খাদ্য হিসেবে। বাগানের প্রতিটি গাছের গোড়ায় বিভিন্ন প্রকারের সার প্রয়োগ করেছেন চাষিরা। এখন শোভা পাচ্ছে আম গাছের নিচে ধান গাছ। নওগাঁর বরেন্দ্র অঞ্চল হিসেবে। পরিচিত পোরশা উপজলার চারিদিকে এখন শুধু গাছ আর গাছ। একেকটি বড় বড় আম বাগান। রাস্থার দু'ধারে তাকালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন এইসব আমের বাগান। বাগানের দিকে তাকালেই যেন নজর কাড়ে সবার। মৌসুমে। প্রতিবছর এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয় পোরশার আম। বর্তমানে পোরশায় অসংখ্য জাতের আম উৎপাদন করা হচ্ছে। সবগুলোই বাহারি রসালো এবং অনেক সুস্বাদু ও সুমিষ্ট। আমগুলোর মধ্যে ল্যাংড়া, গোপালভোগ, ক্ষিরসাপাত, হিমসাগর, ফজলি, আ¤্রপালি, আশ্বিনা, ক্ষুদি খিরসা, লখনা, মোহনভোগ, বারি-থি ও বারি-ফোর অন্যতম।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget