মো.হারুন আল রশীদ,ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চার চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ টাকা। ধৃত চোরাচালানীদরে বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে বিজিবি। অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো.আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা দাদনপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯৫ বোতল ফেনসিডিলসহ অমরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে চোরাকারবারী সাখাওয়াত হোসেন (৩০) এবং একই গ্রামের চাঁন উদ্দিনের ছেলে রমজান আলী (২৮) কে আটক করে। অপর দিকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চকচন্ডী বিওপির টহল কমান্ডার সুবেদার মো.আব্দুল হাকিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা হটাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ পাহাড়পুর গ্রামের জাকির হোসেনের ছেলে হায়দার হোসেন (২৫) এবং একই গ্রামের শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (৩২) কে আটক করে। আটক চার চোরাকারবারীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে বিজিবি। অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো.আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা দাদনপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯৫ বোতল ফেনসিডিলসহ অমরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে চোরাকারবারী সাখাওয়াত হোসেন (৩০) এবং একই গ্রামের চাঁন উদ্দিনের ছেলে রমজান আলী (২৮) কে আটক করে। অপর দিকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চকচন্ডী বিওপির টহল কমান্ডার সুবেদার মো.আব্দুল হাকিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা হটাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ পাহাড়পুর গ্রামের জাকির হোসেনের ছেলে হায়দার হোসেন (২৫) এবং একই গ্রামের শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (৩২) কে আটক করে। আটক চার চোরাকারবারীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
একটি মন্তব্য পোস্ট করুন