অক্টোবর 2020
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

বাগমারায় গোবিন্দপাড়া ইউনিয়নে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু
মোঃ সাইফল  ইসলাম,বাগমারা : রাজশাহী বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়াগ্রামে স্বামী ও তার পরিবারের নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী ও হাটগাঙ্গোপাড়া পুলিশতদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, বাগমারা গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মৃত মোঃ আফাজ সরদারের মেয়ে  মোছাঃ শিরিনা আক্তার ( ৪০) এর সাথে আনুমানিক গত ২৫ বছর আগে পারিবারিক সম্মতিত্রুমে  একই ইউনিয়নের মাড়িয়া গ্রামের মোঃ আসব আলীর ছেলে মোঃ আব্দুল লতিফের সাথে বিয়ে হয় । তখন বিয়ের সময় তাদেরকে যৌতুক হিসেবে (১০,০০০) দশহাজার টাকা দিয়েছিলে মেয়ের পরিবার। বিয়ের পর কিছু দিন তাদের দম্পতি জীবন  ভালো চললোও পরবর্তীতে স্বামীর পরকিয়া তার কাল হয়ে দাড়ায়। স্বামী লতিফ প্রথম স্ত্রী মোছাঃ শিরিন আক্তারকে রেখে বাগমারা কাঁচারী কোয়ালিপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের মোছাঃ ডলি আক্তার কে গোপনে বিয়ে করেন। আব্দুল লতিফ দ্বিতীয় স্ত্রী মোছাঃ ডলি কে বিয়ের পর থেকে মোছাঃ শিরিন আক্তারের উপর শুরু হয় নির্যাতন। মৃত শিরিন আক্তারের গর্ভের একটি মেয়ে ও দুইটি ছেলে সন্তান রয়েছে। মৃত শিরিন আক্তার কে টাকার জন্য ও তার বাবার বাড়ি থেকে সম্পতি আনার জন্য স্বামী আব্দুল লতিফসহ তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন করে বলে জানা যায়। গত (৩০ ই অক্টেম্বর)  শত্রুবার দিবাগত-রাতে আনুমানিক ১-২টার দিকে পরিকল্পিতভাবে শিরিন আক্তার কে  হত্যা করে শয়ন ঘরে রেখে তারা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে স্বামীসহ তিনজন কে আটক করে লাশ উদ্ধার করে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।  পরবর্তীতে   মেয়ের বড় ভাই মোঃ মুনসুর রহমান (৫৯) বাগমারা  থানায় বাদী হয়ে ৪ জন কে আসামি করে  একটি হত্যা মামলা দায়ের করেন। এব্যাপারে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এবং পাশাপাশি  আসামিদের ও জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

নওগাঁর মাটিতে থোকায় থোকায় ঝুলছে মিষ্টি-সুস্বাদু আঙ্গুর

নওগাঁ : বিদেশী একটি জনপ্রিয় ফল আঙ্গুর। দেশের মাটিতে আঙ্গুর চাষ সত্যিই অভাবনীয়। সবুজ পাতার নিচে বাঁশের মাঁচায় থোকায় থোকায় ঝুঁলছে আঙ্গুর ফল যা দেখে যে কোন মানুষের চোখ জুড়িয়ে যাবে। আর এ দৃশ্য চোখে পড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের পোষ্ট অফিস মোড় এলাকার ‘সেমন্তী হাট বাজার’ এর আঙ্গিনায়।
উপজেলায় আঙ্গুর চাষ অকল্পনীয় তারপর আবার মিষ্টি আঙ্গুর অনেকটা গল্পের মত হলেও বাস্তবে এর প্রতিফলন ঘটিয়েছেন তরুণ উদ্যোক্তা ও আইনজীবী সামিউন নবী সামিম। তিনি উপলোয় প্রথম মাচা পদ্ধতিতে আঙ্গুর ফলের চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন।
ইতিমধ্যে গাছে ব্যাপক ফলও এসেছে। তার প্রত্যাশা অচিরেই মহাদেবপুরসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বাণিজ্যিক ভাবে আঙ্গুর চাষ শুরু হবে। এখন সামিমের চোখে সফলতার রঙিন স্বপ্ন। সাধারনত অষ্ট্রেলিয়া ভারতসহ বেশ কিছু দেশে মিষ্টি আঙ্গুরের চাষ হলেও বাংলাদেশ অনেকটা পিছিয়ে রয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের বাসিন্দা সামিউন নবী সামিম ২০১৯সালে রাজশাহী থেকে ২টি লাল ও ২টি কালো আঙ্গুরের চারা (কাটিং) নিয়ে আসেন। সেই চারা রোপণ করেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনায়। গত বছরের শেষের দিকে গাছে প্রথম ফল আসে। এ বছর অনেকটা পরিপূর্ণ ফল দেখে তিনি সফলতার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
আঙ্গুর মিষ্টি হওয়ায় পরিপূর্ণভাবে গাছের পরিচর্যা শুরু করেন। ফলে দুই বছরের মাথায় প্রথমবারের তুলনায় ৫/৬ গুণ বেশি আঙ্গুর ফল ধরে। আঙ্গুর ফল যখন পাকা শুরু করে, তখনই এলাকায় হইচই পড়ে যায়। কারন মিষ্টি আঙ্গুর ফলের চাষ ইতিপূর্বে জেলার কোথাও হয়নি।
সম্প্রতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় সামিমের আঙ্গুর বাগান পরিদর্শন করেন এবং এলাকার অনেকেই দেখতে আসছে। এতে সামিমও খুশি। অল্প জায়গাতে অধিক ফলন এবং সুমিষ্ট হওয়ায় বাণিজ্যিকভাবে এই চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকরা লাভবান হবে বলে মনে করছেন কৃষি বিভাগ।
আঙ্গুর গাছ দেখতে আসা দর্শনার্থী ও এলাকাবাসী জানান, সামিমের আঙ্গুর বাগানের মাধ্যমে আমরা ফরমালিনমুক্ত সু-স্বাদু আঙ্গুর খেতে পারছি। এখন দরকার উদ্দ্যোগ নেওয়া। উদ্দ্যোগ নিলেই এটা ব্যাপক আকারে উৎপাদন করা সম্ভব। অপর একজন জানান, সামিমের এই চাষে আমি উদ্বুদ্ধ হয়েছি। তাঁর কাছ থেকে চারা নিয়ে আমিও চাষ শুরু করব ভাবছি।
জানতে চাইলে সামিউন নবী সামিম জানায়, গাছ লাগানোর অদম্য ইচ্ছা থেকে ৪টি আঙ্গুরের চারা রোপণ করে শুরু করেন আঙ্গুর বাগান। গত বছর তাঁর গাছে প্রায় ৬ কেজি ফল আসে। এবছরও ভাল ফলন হয়েছে। বাজারের কেনা আঙ্গুরের মতই সুমিষ্ট।
কিভাবে চারা রোপণ করলে ভাল ফলন এবং ফলের স্বাদ মিষ্টি হবে জানতে চাইলে তিনি জানায়, বর্ষা মৌসুমে গাছ লাগানোর উপযুক্ত সময়। আলো বাতাস ও পর্যাপ্ত রোদের তাপ থাকে এমন জায়গাতে রোপণ করলে ফলের স্বাদের মিষ্টতা পাওয়া যেতে পারে। গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমানে জৈব সার দিয়ে গাছ রোপণ করতে হবে এবং নিয়মিতভাবে গাছের যতœ নিতে হবে।
গাছের ডাল দেখে মনে হবে তা শুকনো। ভুলেও এ ডালপালা ভেঙ্গে ফেলা যাবে না। শীতের শেষে গাছের ডালে নতুন পাতা ও কুশি বের হবে, আর তাতেই ফুল ধরবে এবং পরিণত বয়সে তা আঙ্গুরে রূপান্তরিত হবে। এসময় গাছের পাতায় মকর নাশক স্প্রে করতে হবে। কারন একজাতীয় পোকা এই গাছের পাতা ও ফল খেয়ে ফেলে। তাই প্রতিনিয়ত খেয়াল রাখতে হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, আইনজীবী সামিউন নবী সামিমের আঙ্গুর বাগান পরিদর্শন করা হয়েছে। আঙ্গুর চাষ করে ভাল ফলনও পেয়েছেন। মূলত শখের বসেই মহাদেবপুরে আঙ্গুর চাষ হচ্ছে। যা অনেকটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশে যে আঙ্গুরের জাতটি ভাল হয়ে থাকে তাতে বীজ থাকে। তবে মাটিভেদে এর স্বাদ কোন এলাকায় খুব মিষ্টি আবার কোন এলাকায় টক হয়ে থাকে। তবে আমাদের দেশে আঙ্গুর চাষ বাণিজ্যিক ভাবে করা যাবে কিনা তা নিয়ে গবেষণা চালাচ্ছে কৃষি বিজ্ঞানীরা।


মুজিববর্ষ উপলক্ষে নওগাঁয় কমিউনিটি পুলিশিং দিবস পালিত
সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁয়“মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র”এই শিরোনামে নওগাঁয় কমিউনিটি পুলিশিং দিবস ২০২০ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শান্তিময়, সুখি সমৃদ্ধশালী এবং সুশৃংখল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়।  শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিল শেড-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতারের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক প্রফেসর শরীফুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল-রশীদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাসহ জেলা এবং সদর উপজেলা, পৌরসভা পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 


সুনামগঞ্জে চুরির মোটর সাইকেলসহ ৩জন গ্রেফতার

মোজাম্মেল আলম ভূঁইয়া,(হাওরাঞ্চল)সুনামগঞ্জ : সুনামগঞ্জের চুরির মোটর সাইকেলসহ ৩জনকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃতরা হলেন-জেলার তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের নুর ইসলামের ছেলে সাব্বির মিয়া (২৫), একই গ্রামের আইনাল হকের ছেলে জাকারিয়া (২২) ও পাশর্^বর্তী বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আজাদ মিয়ার ছেলে শিহাব সারোয়ার শিপু (২৩)। আজ ২৯.১০.২০ইং বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে বিজিবি ও এলাকাবাসী জানায়- জেলার তাহিরপুর সীমান্তের টেকেরঘাট পুলিশ ক্যাম্প সংলগ্ন জামে মসজিদে আগত তাবলিক-জামাতের লোকজন ও তাদের মালামাল পরিবহণকারী রানার ১২৫ সিসি নতুন মোটর সাইকেল গত সোমবার রাত ১২টায় মসজিদের সামনে থেকে চুরি করে নিয়ে যায় চোর সিন্ডিকেডের ৩ সদস্য সাব্বির,জাকারিয়া ও সিহাব সারোয়ার শিপু। এঘটনাটি পরদিন এলাকায় জানাজানি হওয়ার পর চুরির মোটর সাইকেলটি এলাকার কোন লোকজনের কাছে বিক্রি করতে না পেরে গত কয়েক দিন যাবত লালঘাট গ্রামের বিভিন্ন বাড়িতে লুকিয়ে রাখা হয়। অবশেষে কোন উপায় না পেয়ে উপরের উল্লেখিত ৩ চোর মোটর সাইকেলটি নিয়ে আজ বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা পালিয়ে যাচ্ছিল। এই খবর পেয়ে বীরেন্দ্র নগর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার দিলোয়ার হোসেন অভিযান চালিয়ে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত রংগাছড়া ব্রিজের ওপর থেকে চুরির মোটর সাইকেলসহ ৩ চোর সাব্বির মিয়া,জাকারিয়া ও সিহাব সারোয়ার শিপুকে হাতেনাহে গ্রেফতার করে।
এব্যাপারে টেকেরঘাট গ্রামের বাসিন্দা নজরুল মিয়া, আব্দুল আলীম, রহমত আলী, গাড়ির মালিক মাওলানা আব্দুল কাইয়ুমসহ আরো অনেকেই বলেন- সিহাব সারোয়ার শিপু তার কয়েকজন বন্ধু মিলে সীমান্ত এলাকায় ১টি সিন্ডিকেড তৈরি করেছে। তারা ইয়াবা ও অস্ত্র ব্যবসার পাশাপাশি মোটর সাইকেল চুরি করে। সম্প্রতি মাদক সেবন করে চাইনিজ কুরাল নিয়ে সিহাব সারোয়ার শিপু ও তার সহযোগীরা টেকেরঘাট স্কুল এন্ড কলেজের ক্লাস রুমের ভিতরে প্রবেশ করে ছাত্রদের ওপর হামলা করে। পরে গোপন সালিসের মাধম্যে ঘটনাটি সমাধানের নামে ধামাপাচা দেওয়া হয়। এছাড়াও সিহাব সারোয়ার শিপু অস্ত্র ও ইয়াবাসহ সিলেটে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। এই চোর সিন্ডিকেডের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্থি চাই।
বীরেন্দ্রনগর বিজিবি কোম্পানীর কমান্ডার নায়েক সুবেদার দিলোয়ার হোসেন বলেন- চুরির ১টি মোটর সাইকেলসহ ৩জনকে গ্রেফতার করে আমাদের বিজিবি ক্যাম্পের ভিতরে নিয়ে রাখা হয়েছে,আমার উপরস্থ কর্মকর্তার অনুমনি নিয়ে এব্যাপারে আপনাদেরকে জানানো হবে।    






বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার

বেনাপোল : বেনাপোলের রাজগঞ্জ অভয়বাস গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার৷

বৃহস্পতিবার(২৯শে অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে রাজগঞ্জ অভয়বাস গ্রামের একটা বাড়ির কবুতর ঘরের মধ্য থেকে একটি ওয়ান শুটার গান পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিতিত্তে রাজগঞ্জ অভয়বাস গ্রামে অভিযান চালিয়ে কবুতর ঘরের মধ্য থেকে ১টি ওয়ান শুটার গান পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

নওগাঁর ধামইরহাটে আধাপাকা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মো.হারুন আল রশীদ, (ধামইরহাট) নওগাঁ : নওগাঁর ধামইরহাটে কৃষকের আধাপাকা ধানে ক্ষতিকর রাসায়নিক ঔষধ ছিটিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে ক্ষেতে মরে যাচ্ছে। বিষয়টির সুষ্টু বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি কৃষক।

ধামইরহাট থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলা সদরের উত্তর চকযদু (নয়াপাড়া) গ্রামের কৃষক মো.আব্দুল কাদেরের ক্রয় সূত্রে প্রাপ্ত চকযদু মৌজার মাঠে ১৯ শতাংশ জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধান রোপন করেন। রাতের কোন সময়ে ওই জমিতে একটি প্রভাবশালী মহল ক্ষতিকর রাসায়নিক বিষ স্পে করে। গত বুধবার সন্ধ্যার দিকে মাঠে গিয়ে ওই কৃষক দেখেন বিষের প্রভাবে তার আধাপাকা ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। এতে তার প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে কৃষক মো.আব্দুল কাদের বলেন, ১৯৭৩ সালে তার বাবা মরহুম ইসমাইল হোসেন ওই জমি ক্রয় করেন। যার দলিল নং-৩৬৪১।

ধামইরহাট অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,কৃষক আব্দুল কাদের বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁয় ভিক্ষুকদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরন
তন্ময় ভৌমিক, নওগাঁ : নওগাঁয় পুনর্বাসিত ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের লভ্যাংশ অর্থ  বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লভ্যাংশের অর্থ বিতরন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ন কবীর খোন্দকার। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সদর উপজেলার ৪৪জন ভিক্ষুকের মাঝে নগদ ২হাজার টাকা, ব্লিচিং ও হুইল পাউডার, সাবান, মাস্ক ও সেনিটাইজার বিতরন করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা আ.ত.ম. আব্দুল্লাহ হিল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়ক পল্লব কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন ভিক্ষাবৃত্তি পেশাকে আমাদের নবীজিও পছন্দ করতেন না। তাই সারা দেশের ভিক্ষকুদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ প্রকল্পের মধ্যে আমার বাড়ি আমার খামার প্রকল্পটি অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা দেশের সকল ভিক্ষুকদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। আর আমরা মাঠ পর্যায়ে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছি। আমরা আশা রাখি এই প্রকল্পের মাধ্যমে সরকার ২১সালের মধ্যে দেশের সকল ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন।

নওগাঁর পোরশায় আম গাছের নিচে ধান চাষ

পোরশা, নওগাঁ : বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত নওগাঁর পোরশা উপজেলাসহ এর আশপাশের উপজলাতে এক সময় যে জমিগুলোতে শুধুমাত্র ধান চাষ হতো, এখন ধানের পাশাপাশি ওই একই জমিগুলোতে চাষ হচ্ছে আম। ধান চাষের পাশাপাশি গড়ে উঠছে বড় বড় আমের বাগান। একই জমিতে ধানের পাশাপাশি আমের বাগান এখন সবুজ দৃষ্টিনন্দন উচু নিচু বরেন্দ্রভূমি। দিন যতই যাচ্ছে এ অঞ্চলে আমের আবাদ ততই বাড়ছে। আমের ফলনও হচ্ছ ব্যাপক। আবাদী জমিগুলোতে সারি সারি আম গাছের বাগান যেন সৌন্দর্যের পাশাপাশি সবুজ ছায়া এনে দিয়েছে। ধান চাষের পাশাপাশি আম নিয়ে এখন নতুন আশায় বরেন্দ্র অঞ্চলের কৃষক। চলতি মৌসুমে কৃষকরা ধান নিয়ে। ব্যাস্থ থাকলেও কিছুদিন পরেই ঝুকে পড়বে আমে। এখন কৃষকরা আমন ধানে কীটনাশক স্প্রে আর ধানের পরিচর্যা করা নিয়ে ব্যাস্থ সময় কাটাচ্ছেন। মাস খানেক পরেই আমন কেটে ঘরে তোলা আর মাড়ায়ে ব্যাস্থ হয়ে পড়বেন এ অঞ্চলের কৃষকরা। ধান ঘরে তোলা হলেই একই জমির আম গাছগুলোতে ভিটামিন ও কীটনাশক স্প্রে করতে ব্যাস্থ হবেন চাষিরা। ইতোমধ্যে গাছের খাদ্য হিসেবে। বাগানের প্রতিটি গাছের গোড়ায় বিভিন্ন প্রকারের সার প্রয়োগ করেছেন চাষিরা। এখন শোভা পাচ্ছে আম গাছের নিচে ধান গাছ। নওগাঁর বরেন্দ্র অঞ্চল হিসেবে। পরিচিত পোরশা উপজলার চারিদিকে এখন শুধু গাছ আর গাছ। একেকটি বড় বড় আম বাগান। রাস্থার দু'ধারে তাকালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন এইসব আমের বাগান। বাগানের দিকে তাকালেই যেন নজর কাড়ে সবার। মৌসুমে। প্রতিবছর এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয় পোরশার আম। বর্তমানে পোরশায় অসংখ্য জাতের আম উৎপাদন করা হচ্ছে। সবগুলোই বাহারি রসালো এবং অনেক সুস্বাদু ও সুমিষ্ট। আমগুলোর মধ্যে ল্যাংড়া, গোপালভোগ, ক্ষিরসাপাত, হিমসাগর, ফজলি, আ¤্রপালি, আশ্বিনা, ক্ষুদি খিরসা, লখনা, মোহনভোগ, বারি-থি ও বারি-ফোর অন্যতম।

 

নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের ফলক উন্মোচন

তন্ময় ভৌমিক,নওগাঁ : নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের দ্বিতল ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে এতে প্রধান অতিথি হিসাবে এর ফলক উন্মোচন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খোন্দকার।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইব্রাহিম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ,ত,ম আবদুল্লাহিল বাকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, সহকারী প্রকৌশলী আরিফ মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই ভবনটি নির্মাণের ব্যায় হচ্ছে ১ কোটি ৬৪ লাখ টাকা। 

হাজার হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা নৌকা

রহিদুল ইসলাম রাইপ,(রাণীনগর) নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল-আতাইকুলা নামক স্থানে ছোট যমুনা নদী পারাপারে যুগ যুগ ধরে নৌকাই একমাত্র ভরসা। উপজেলার মিরাট, গোনা ও কাশিমপুর ইউনিয়নের শতাধিক গ্রামের হাজার হাজার মানুষের ছোট যমুনা নদী পারাপার হওয়ার জন্য বর্ষা মৌসুমে ইজারাদারের দঁড়ি টানা নৌকাই একমাত্র ভরসা।
 
সরেজমিনে গিয়ে জানা যায়, ছোট যমুনা নদীর দুই পাশে কাশিমপুর, গোনা ও মিরাট ইউনিয়নের সর্বরামপুর, কাশিমপুর, ডাঙ্গাপাড়া, এনায়েতপুর, মঙ্গলপাড়া, ভবানীপুর, পীরেরা, বয়না, বেতগাড়ী, দূর্গাপুর, কৃষ্ণপুর, মালঞ্চি, ঘোষগ্রাম, নান্দাইবাড়ি, আতাইকুলা, কনৌজ, হামিদপুর, জালালগঞ্জসহ প্রায় শতাধিক গ্রাম অবস্থিত। এই সব অঞ্চলের মানুষদের রাণীনগর উপজেলা, নওগাঁ জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য এই নৌকা করে ছোট যমুনা নদী পার হতে হয়। এতে করে সময় লাগে অনেক। একটি ব্রীজের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হয় শিক্ষার্থীসহ এই অঞ্চলের হাজার হাজার মানুষদের। কুজাইল-আতাইকুলা নামক স্থানে ছোট যমুনা নদীর উপর একটি ব্রীজ নির্মাণ এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি। কিন্তু যুগের পর যুগ চলে গেলেও এখনোও সেই দাবী শুধুমাত্র দাবীই থেকে গেলো।

আতাইকুলা গ্রামের সাইফুল ইসলাম, মহসিন আলী, গোলাপসহ অনেকেই বলেন, কুজাইল-আতাইকুলা খেয়া পারাপার ঘাটে প্রতিদিন যে পরিমাণে লোকজনকে পারাপার হতে হয় তাতে একটি ব্রীজ খুবই জরুরী। পারাপারের সময় একাধিকবার নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। ছোট ছেলে-মেয়েরা এই নৌকা থেকে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সব চেয়ে বড় সমস্যা হচ্ছে কৃষকরা ইচ্ছে করলেই তাদের পন্যগুলো সহজেই বাজারজাত করতে পারেন না।  

মিরাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, কুজাইল-আতাইকুলা জনগুরুত্বপূর্ণ এই খেয়া ঘাটে একটি ব্রীজের দাবীতে আমরা একাধিকবার সরকারের উর্দ্ধতন ব্যক্তি বরাবর দ্বারস্থ হয়েছি কিন্তু কোন লাভ হয়নি।  

উপজেলা প্রকৌশলী শাহ মো: শহিদুল হক বলেন, কুজাইল-আতাইকুলা নামক স্থানে ছোট যমুনা নদীর উপর একটি ব্রীজ নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে মাপ-যোগ ও ডিজাইন করে একটি প্রস্তাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে  প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলেই আমরা কাজ করতে পারবো। 

নওগাঁয় পৃথক পৃথক অভিযানে ৫৭জন মাদকসেবী ও ৪জন জুয়াড়িসহ ৬১ আটক

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় পৃথক পৃথক অভিযানে ৫৭ জন মাদকসেবী ও ৪ জন জুয়াড়িসহ ৬১ জনকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার (২৫অক্টোবর) জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে সকাল সাড়ে ১০টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নওগাঁ জেলার সদর থানাধীন বোয়ালিয়া বাইপাস, তুলশীগঙ্গা ব্রীজ ও নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনকারীদের কাছ থেকে দেশীয় মদ ৭.৫ লিটার, গাঁজা ১১৫ গ্রাম, কলকি ৫ টি, কাঁচি ২ টি, ব্লেড ১ টি, আলাপাতা ১৫ গ্রাম ও জুয়ারীদের কাছ থেকে তাস ২ বান্ডিল, জুয়া খেলার নগদ অর্থ ২৩০০/- টাকাসহ আসামীদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন, মোঃ মামুন (৪০), মোঃ মিলন (৪০), মোঃ এরশাদ (২৮), শ্রী নরেশ রবিদাস (৫৮), মোঃ এমরান হোসেন রাসেল (৩০), মোঃ বকুল হোসেন (৬৪), মোঃ মাহমুদুর রহমান (৫০), মোঃ গোলাম মোস্তফা (৪০), মোঃ কালাম হোসেন (৩০), মোঃ রিপন আলী (৪০), শ্রী গোপাল মহন্ত (২৫), মোঃ আব্দুর রাজ্জাক (৫০), মোঃ রাজন শেখ (২৫), মোঃ রবিউল ইসলাম (১৯), মোঃ আরিফ হোসেন (১৯), মোঃ আতোয়ার রহমান (৬২), মোঃ নয়ন ইসলাম (২৫), মোঃ শাহীন (২২), মোঃ সাজু (১৯), মোঃ কালাম হোসেন (২৫), মোঃ শামীম (২৭), মোঃ সাজেদুল ইসলাম (২৭), মোঃ আজিজুল হক, মোঃ রিপন শেখ (২৫), মোঃ সাগড় হোসেন (২৭), মোঃ আবু বকার সিদ্দিক (৩৮), মোঃ আলমগীর হোসেন (৩৩), মোঃ শহিদুল ইসলাম (৫৫), মোঃ সোহরাব হোসেন টুকু (৫০), মোঃ সোলতান মাহমুদ (২৩), মোঃ রাজু আহম্মেদ (২০), মোঃ আলামিন (২২), মোঃ শাহীন আলম (২৪), মোঃ সোহেল তানবীর (২৫), শ্রী উত্তম কুমার (৩২), শ্রী কাঞ্চন  কুমার শাহ (২৩), শ্রী সাগর চন্দ্র মোহন্ত (১৯), মোঃ সুজা মন্ডল (২৩), মোঃ জুলফিকার আলী (২০), মোঃ মান্নান সরদার (৩৭), মোঃ হৃদয় খান (১৯), শ্রী সুজন কুমার চক্রবর্তী (৪৪), মোঃ জামাল চৌধুরী তুষার (৫৮), মোঃ সাদেক মাহমুদ স¤্রাট (২৮), মোঃ আলামিন সরদার (৩০), মোঃ রবিন হোসেন (৩২), শ্রী সুনজিত কুমার (৩৬), মোঃ মেহেরাব (১৯), মোঃ জাহাঙ্গীর আলম (২৯), মোঃ নাঈম হাসান (২১), মোঃ মাহফুজুর রহমান (২০), মোঃ সোহেল (২০), মোঃ নিশাদ আহম্মেদ নহু (২২), মোঃ মেহেদী হাসান রাসেল (২২), মোঃ নাঈম উদ্দিন নাহিদ (৩০), মোঃ আব্দুস সালাম দীপ (৩৩), মোঃ রাসেদুল ইসলাম রনি (৩২), মোঃ আশিফ আদনান (২৫), মোঃ মোশফিকুর রহমান সাগর (২৮), মোঃ তানভির রেজা তানি (২৪), মোঃ আবিদ হাসান (২৫),

আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রকাশ্যে জুয়া খেলায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
 

ঝালকাঠি শহরে ভাইয়ের মৃত্যুর খবরে বোনের মৃত্যু
রিয়াজুল ইসলাম, ঝালকাঠি : শনিবার রাত সাড়ে ৮ টায় ঝালকাঠি ব্রাকমোড়ে ভাইয়ের মৃত্যুর  খবর শুনে বোন জাহানারা(৬০) হার্ট অ্যাটাক করে মৃত্যু বরন করেন। মরহুমা জাহানারা বেগম সুমন হাওলাদার ওরফে বাঘা সুমনের মা। শনিবার রাত ৮ টায়  ছোট ভাই আ: রাজ্জাক (৫৮) বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে বড় বোন জাহানারা শুনে মা বলে চিৎকার করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর শুনে ব্রাক মোড়ের  মৃত জাহানারার বাসায় ভীর জমায় এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সুনামগঞ্জ সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা পাচাঁর: ২টন জব্দ
মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ :সুনামগঞ্জের লাউড়গড়,চাঁনপুর, টেকেরঘাট, বালিয়াঘাট, চাঁরাগাঁও ও বীরেন্দ্রনগর সীমান্ত এলাকা দিয়ে নাটকীয় ভাবে চলছে চোরাচালান। বিজিবি অভিযান চালিয়ে ২ মে.টন চোরাই কয়লা আটক করেছে। কিন্তু সোর্স পরিচয়ধারী চিহ্নিত চোরাচালানীদের বিরুদ্ধে মাদক,কয়লা ও হুন্ডিসহ একাধিক চাঁদাবাজি মামলা থাকার পরও গ্রেফতার করা হচ্ছেনা।
খোঁজ নিয়ে জানাযায়- সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশের পর জেলার তাহিরপুর উপজেলার চাঁরাগাঁও সীমান্তের বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে ৬-৭দিন অবৈধ কয়লা ও মাদক পাচাঁর বন্ধ রাখে বিজিবি। কিন্তু গত ২১ শে অক্টোবর রাত ১২টায় চাঁরাগাঁও বিজিবি ক্যাম্পের দায়িত্বে থাকা এফএস জিকরুলের সহযোগীতা সোর্স পরিচয়ধারী রমজান মিয়া ও বাবুল মিয়ার নেতৃত্বে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে প্রায় ৭ মে.টন কয়লা পাচাঁর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে একই সময়ে পাশর্^বর্তী বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা চাকমাহাটি এলাকা দিয়ে ইয়াবা মামলার আসামী সোর্স কালাম মিয়া ১০ মে.টন চোরাই কয়লাসহ বিপুল পরিমান মদ,ইয়াবা ও কাঠ,লাকড়ি,বরশির চিপ পাচাঁর করে। পরে পাচাঁরকৃত কয়লাসহ অন্যান্য মালামাল লালঘাট গ্রামের চোরাই কয়লা ব্যবসায়ী শহিদুল্লা ও খোকন মিয়া ক্রয় করে এবং শহিদুল্লার বাড়ি সংলগ্ন হাওরের পারে নৌকায় বোঝাই করে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ব্রিজ সংলগ্ন মনতলা নিয়ে বিক্রি করে। পরদিন সকালে এখবর এলাকায় জানাজানি হওয়ার পর ১মে.টন অবৈধ কয়লা জব্দ করে চাঁরাগাঁও ক্যাম্পের বিজিবি সদস্যরা। এঘটনার পর আবার ১দিন কয়লা ও মাদক পাচাঁর বন্ধ থাকে। এরপর দিন ২৩ শে অক্টোবর শুক্রবার রাত ২টায় আবারও বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে ভারত থেকে ১০ মে.টন কয়লা পাচাঁর করে সোর্স রমজান মিয়া ও বাবুল মিয়া। এঘটনাটি প্রকাশ হওয়ার পর আবারও ১ মে.টন চোরাই কয়লা আটক করে বিজিবি। তবে পাচাঁরকৃত  প্রতি নৌকা অবৈধ মালামাল থেকে পুলিশ,সাংবাদিক ও বিজিবির নামে ৫ হাজার টাকা করে চাঁদা নিয়েছে সোর্সরা। অন্যদিকে লামাকাটা ও জংগলবাড়ি এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী লেংড়া জামাল ওপেন কয়লা,মাদক ও গরু পাঁচার করলেও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। অপরদিকে টেকেরঘাট সীমান্তের পুলিশ ক্যাম্প ও বিসিআইসির খনি প্রকল্প এলাকাসহ বড়ছড়া ডাক বাংলার পশ্চিম দিক ও ভাংগারঘাটসহ রজনীলাইন এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী কামাল মিয়া ও ফিরোজ মিয়ার নেতৃত্বে চোরাই পথে ভারত থেকে কয়লা ও মাদক পাচাঁর করা হচ্ছে। এজন্য বাংলাদেশ থেকে মাছ,মাংস ও শাক-সবজি ভারতে পাঠানো হচ্ছে। অন্যদিকে চাঁনপুর সীমান্তের নয়াছড়া,গারো ছড়া,রাজই,কড়ইগড়া ও বারেকটিলা এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী একাধিক মাদক মামলার আসামী আবু বক্কর তার ছেলে আলমগীর ও রফিকুল মিয়ার নেতৃত্বে প্রতিদিন ওপেন মদ,গাঁজা,বিড়ি,ইয়াবা পাচাঁর করা হচ্ছে। বিজিবি মাঝে মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মদ জব্দ করে। কিন্তু সোর্স পরিচয়ধারী ও চাঁদাবাজদের কখনোই গ্রেফতার করেনা। এছাড়া লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী,সাহিদাবাদ,পুরান লাউড়,শাহ-আরোফিন মোকাম এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী নুরু মিয়া,আমিনুল,নাজিম মিয়া,জজ মিয়া,নবীকুল ও জসিম মিয়ার নের্তৃত্বে সিন্ডিকেডের মাধ্যমে কয়লা,গাছ,মদ,গাঁজা,ইয়াবা,বিড়ি ও গরু পাঁচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি কয়লা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। তখন ১১ রাউন্ড গুলিবর্ষন করেছে বিজিবি। এঘটনায় নারী,শিশু ও বিজিবি সদস্যরাসহ ১৫জন আহত হয়। পরে শালিসের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এছাড়া কয়লা ও পাথর পাচাঁর করতে গিয়ে বিএসএফের তাড়া খেয়ে যাদুকাটা নদীতে ডুবে অনেক চোরাচালানীর মৃত্যু হয়েছে। কিন্তু এসব বিষয় নিয়ে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম মুখ খুলতে নারাজ। তার সরকারী মোবাইল (০১৭৬৯-৬০৩১৩০) নাম্বারে বারবার কল করার পর শুধু ব্যস্ত পাওয়া যায়,তিনি ফোন রিসিভ করেন না। এব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন- সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজির সাথে পুলিশ প্রশাসনের কোন সম্পৃক্ততা নেই। আর সোর্স পরিচয়ধারীদের বিষয়ে বিজিবির সাথে কথা হয়েছে তারা বলেছে বিজিবির কোন সোর্স নাই,তাই এব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে সীমান্ত চোরাচালন ও চাঁদাবাজি বন্ধের জন্য সবার সহযোগীতা প্রয়োজন। আমি আমার সাধ্যমত চেষ্টা করব।
সীমান্ত এলাকার চোরাচালান ও চাঁদাবাজি বন্ধ করে সরকারে রাজস্ব বৃদ্ধি করার জন্য বিজিবির পাশাপাশি পুলিশ ও র‌্যাবকে দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করছেন ৩ শুল্কস্টেশনের বৈধ কয়লা ব্যবসায়ীরাসহ সবস্থরের জনসাধারণ।


 

নওগাঁর নিয়ামতপুরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

রাসেল রানা, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া থেকে শিবপুর জিসি পর্যন্ত ১২ কোটি ৮ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যায়ে সাড়ে ১২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর)দুপুর সাড়ে ১২টায় ছাতড়া বাজারে নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ব্যাস্তবায়নে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি। এসময় নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিরা পেয়েরা, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নওগাঁর মান্দায় তােলপাড় মুসলিম মেয়েকে ধর্ষণ করল হিন্দু যুবক

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর মান্দায় এবার মুসলিম এক কিশারী মেয়েকে ধর্ষণ করল হিন্দু যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর জংলিপাড়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে। এলাকাবাসিরা টের পেয়ে ধর্ষক ওই যুবককে হাতেনাতে আটক করেছে। এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসিরা ধর্ষকসহ ঐ ঘর তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক তােলপাড়ের সৃস্টি হয়েছে। তারা ধর্ষকের ফাঁসি দাবী করেছে।


স্থানীয়রা জানান, হিদু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ষষ্টি পূজার দিন মান্দা উপজেলার কালিকাপুর জংলিপাড়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক ১১টার দিকে অসহায় ওই কিশারী মেয়েকে ঘরে একা পেয়ে জােরপূর্বক ধর্ষণ করেছে জেলার মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের যুতেহরি গ্রামের অতুল চন্দ্র পালের ছেলে অলিফ কুমার (২৬) নামের এক ধর্ষক। এ সময় বিক্ষুদ্ধরা ধর্ষককে রাতে ঐ ঘরে তালা লাগিয়ে আটকিয়ে রেখে সকালে থানায় খবর দেয়া হয়। পরে উপপরিদর্শক হাবিবুর রহমান একদল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষক অলিপ কুমারকে আটক করে থানায় নিয়ে যান। এছাড়া ধর্ষণের শিকার ওই কিশারীকে থানা হফাজতে নিয়ে আসেন।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে তিনি উপপরিদর্শক হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফাের্সকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ সেখান থেকে অলিফ কুমার ও ধর্ষণের শিকার কিশারীকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় কিশােরীর বাবা আব্বাস আলী শাহ্ বাদি হয়ে ধর্ষক অলিফ কুমারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে পাঠানাে হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানাে হয়েছে।

রাণীনগরে সাড়ে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযাগ ৫৫ বছর বয়সি বেলালের

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর রাণীনগরে সাড়ে ৫ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযাগে উঠেছে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভােগী শিশুর বাবা বাদি হয়ে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বেলাল হােসেন (৫৫) কে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন।
 
জানা গেছে, উপজেলার ভেটি গ্রামের রকিম উদ্দিনের পুত্র বেলাল হােসেন (৫৫) গত ১৭ অক্টােবর বিকেল সাড়ে ৫ ঘটিকার সময়, ব্যক্তিটি শিশুকে টাকা দিয়ে খাবার জিনিস কিনে দেয়ার লােভ দেখিয়ে ফুসলিয়ে পুকুর পারে নিয়ে যায়। এরপর বেলাল ওই শিশুকে নানা ভাবে যৌন নিপীড়ন করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুর মা’কে খবর দিলে শিশুর মা পুকুর পারে গিয়ে ওই অবস্থায় দেখতে পেয়ে শিশুকে নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযােগ বেলাল হােসেন (৫৫) কে আসামি করে রাণীনগর থনায় মামলা দায়ের করেন।

ভুক্তভােগী শিশুর বাবা জানান, এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়ের করছি। দ্রুত আসামি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপার রাণীনগর থানার ওসি মােঃ জহুরুল হক বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযােগে শিশুর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

হারিয়ে যাচ্ছে দেশি চাঁদিঠোঁট পাখি

আব্বাস আলী,নওগাঁ : পাখিটির নাম ‘দেশি চাঁদিঠোঁট’। এর ইংরেজি নাম ‘ইন্ডিয়ান সিলভারবিল (Indian Silverbill)’। বৈজ্ঞানিক নাম ‘লঙ্কুরা মালাবারিকা’ (Lonchura malabarica)। এরা ‘ছোট মুনিয়া’ নামেও পরিচিত।

এরা চড়ুই আকৃতির পাখি। তাই অনেকেই চড়ুই ভেবে থাকেন। বসবাসের জন্য এরা নিরাপদ জায়গা পছন্দ করে। মানুষের সমাগম দেখলে পালিয়ে যায়। বাংলাদেশের গ্রামাঞ্চলে একসময় এ পাখি প্রচুর দেখা যেত।

তবে কাশবন, ছোট গুল্ম ও ঝোপঝাড় কমে যাওয়ায় দেশি চাঁদিঠোঁট বা মুনিয়া পাখি দিন দিন হারিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে।

এরা ধূসর ঠোঁট ও কালো লেজের পাখি। দেহের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার এবং ওজন প্রায় ১২ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির সাদা কোমর, দেহের পেছনের অংশ, ডানাসহ পিঠ ফিকে ও মেটে বাদামি।

লম্বা সুচালো লেজ কালো। দেহতল সাদাটে। ঠোঁট ত্রিকোণাকার ও ধূসরাভ। পা, পায়ের পাতা ও নখর ধূসরাভ-পাটল রঙের। ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন।

কাশবন, বালুময় শণবন, নদীতীরের আবাদি জমি ও কাঁটা ঝোপে এরা বিচরণ করে। ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্যে এদের দেখতে পাওয়া যায়। প্রকৃতিগতভাবে এরা মুনিয়ার সমগোত্রীয়।

এ পাখি সচরাচর দলে থাকে। ভূমিতে, ঘাসবনে ও মেঠোপথে লাফিয়ে লাফিয়ে খাবার খোঁজে। খাদ্যতালিকায় রয়েছে বীজ ও ছোট পোকা। এরা কোনো কোনো সময় বাবুই পাখির পরিত্যক্ত বাসায় রাত কাটায়। প্রজনন সময় জুলাই থেকে ডিসেম্বর।

কাঁটা ঝোপের দুই-তিন মিটার উঁচুতে ঘাস, পাতা, পালক, পশম ও তুলা দিয়ে বলের মতো বাসা বানায় এবং ডিম পাড়ে। ডিমের রং সাদা, সংখ্যায় চার থেকে আটটি। ছেলে ও মেয়ে পাখি দুজনই ডিমে তা দেয় এবং ছানা পালন করে।

নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ এলাকার এক ধানক্ষেত থেকে ছবিগুলো তুলেছেন ফটোগ্রাফার শামীনূর রহমান। তবে খুব বেশি একটা দেখা যায় না এদের।

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সাথে সংঘর্ষ, গুলি বর্ষন: নারী ও শিশুসহ আহত ১৫

মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ: সুনামগঞ্জের লাউড়গড় সীমান্তে কয়লা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেছে বিজিবি। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় নারী,শিশু ও বিজিবি সদস্যসহ ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়- প্রতিদিনের মতো গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী,শাহ-আরেফিন মোকাম ও সাহিদাবাদ ইকরগড়া এলাকা দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা পাচাঁর করে লাউড়গড় বাজার সংলগ্ন যাদুকাটা নদীর তীরে নিয়ে মজুত করে বিজিবি সোর্স পরিচয়ধারী নুরু মিয়া,আমিনুল,নাজিম উদ্দিন,জসিম মিয়া,নবীকুল ও জজ মিয়ার সংঘবদ্ধ লোকজন। এসময় লাউড়গড় ক্যাম্পের এফএস নাঈম কয়েকজন বিজিবি সদস্যদেরকে নিয়ে সবাইকে ধাওয়া করলে সোর্স পরিচয়ধারীরা সবাই নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় সুমন মিয়া (১৪) নামের কিশোরকে ধরে বেধরক মারধর করে নদীর তীরে ফেলে রেখে যায় বিজিবি। পরে যাদুকাটা নদী তীরবর্তী বাসিন্দারা কিশোর সুমনকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে সুমনের অবস্থা আশংকাজনক দেখে সোর্স পরিচয়ধারীরা এলাকাবাসীকে ফুসলিয়ে ক্যাম্পের সামনে গিয়ে বিজিবিকে ধাওয়া করে। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে বিজিবি ৫ রাউন্ড গুলি বর্ষন করলে সবাই পালিয়ে যায়। প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনায় বিজিবির ৫ সদস্যসহ দুলাল মিয়া,আফাজ উদ্দিন,শফিকুল ইসলাম,আব্দুল জলিল,আল-আমিন,হনুফা বেগম ও জমিলা বেগমসহ ১৫ জন আহত হয়। তাদেরকে বিশ^ম্বরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানাগেছে। আহতরা সীমান্তের লাউড়গড়,মনাইপাড় ও সাহিদাবাদ এলাকার বাসিন্দা। বিজিবির সোর্স পরিচয়ধারীরা সিন্ডিকেডের মাধ্যমে দীর্ঘদিন যাবত লাউড়গড় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে কয়লা,কাঠ,পাথর,নাসিরউদ্দিন বিড়ি,মদ,গাঁজা,হেরুইন,ইয়াবা ও অস্ত্রসহ গরু পাচাঁর করছে বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মাদক ও কয়লা চোরাচালান মামলা।
এব্যাপারে জানতে লাউড়গড় বিজিবি ক্যাম্প ও সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলমের সরকারী মোবাইল নাম্বারে বারবার কল করার পরও কেউ ফোন রিসিভ করেনি। তবে সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কিন্তু এই সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে থানায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি বলে তাহিরপুর থানা সূত্রে জানায়ায়।


 

নওগাঁর রাণীনগরে আমন ধান রক্ষায় চলছে নানা কর্মকান্ড

নওগাঁ অফিস : নওগাঁর রাণীনগরে চলতি আমন মৌসুমে আমন ধানকে ক্ষতিকর বাদামী ঘাস ফড়িং পোকা, ব্লাস্ট রোগসহ বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের হাত থেকে কৃষকের স্বপ্ন ধানকে রক্ষার্থে চলছে সচেতনতা মূলক নানা কর্মকান্ড। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমন ধানকে বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে আগে থেকেই কৃষকদের সচেতন করতে  এবং ধান ক্ষেতে সঠিক সময়ে সার ও প্রয়োজন মাফিক বালাইনাশক প্রয়োগ করতে নানা কর্মকান্ড গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে।

সন্ধ্যার পর কৃষকদের নিয়ে ধানের আইলের পাশে আলোক ফাঁদ পেতে ধানে আক্রমণ করতে এমন ক্ষতিকর পোকার উপস্থিতি নিশ্চিত করে পরে কৃষি বিভাগের পরামর্শ অনুসারে বালাইনাশক প্রয়োগ করা। গ্রামে গ্রামে গিয়ে সমাবেশ করা, বিভিন্ন হাট-বাজারে দল ভিত্তিক আলোচনা ও কৃষকদের ঘরে ঘরে গিয়ে পরামর্শ প্রদান, কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করাসহ নানা কর্মকান্ডগুলো কৃষি বিভাগের কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তারা বাস্তবায়ন করে আসছেন। এতে করে কৃষকরা সহজেই তাদের ধানের ক্ষেতে আক্রমণকারী ক্ষতিকর পোকা ও রোগকে চিহ্নিত করতে পারছেন এবং কৃষি বিভাগের পরামর্শ নিয়ে উপযুক্ত বালাইনাশক প্রয়োগ করে ধানকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারছেন। প্রতিদিনই উপজেলার ৮টি ইউনিয়নের কোন না কোন গ্রামে গিয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা ধানকে রক্ষা করার এই সব কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন।

উপজেলার কাশিমপুর গ্রামের কৃষক আব্দুল মোতালেব বলেন কৃষি বিভাগের সহায়তায় কয়েকদিন পর পর আমি ধানের ক্ষেতের আইলে আলোক ফাঁদ পেতে ধান ক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি জানতে পারছি। পরে কৃষি বিভাগের পরামর্শ অনুসারে জমিতে প্রয়োজন মাফিক বালাইনাশক প্রয়োগ করছি। এতে করে ধানকে আমি ক্ষতিকর পোকার বড় ধরনের আক্রমণ থেকে রক্ষা করতে পারছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন চলতি আমর মৌসুমে উপজেলায় মোট ১৮হাজার ১শত ৪০হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। আমরা কৃষকদের জমি প্রস্তুত করার সময় থেকে ধানের ক্ষতিকর পোকা যেমন বাদামী ঘাস ফড়িং ও বিভিন্ন ধরনের রোগ যেমন ব্লাস রোগসহ অন্যান্য বিষয়ে পরামর্শ দিয়ে আসছি।

তিনি আরো বলেন একাধিক বন্যার পরও বর্তমানে মাঠে ধানের অবস্থা খুবই ভালো। তাই দিন-রাত পরিশ্রম করে এখন আমরা প্রতিজন কৃষকের হাতে সচেতনতামূলক লিফলেট পৌছে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও তো অন্যান্য কর্মকান্ডগুলো অব্যাহত রয়েছে। তাই বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ হানা না দিলে চলতি আমন মৌসুমে উপজেলার কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে আশা করা হচ্ছে। 

 

নওগাঁর মহাদেবপুরে ধর্ষণ চেষ্টার মামলা করে এলাকা ছাড়া আদিবাসী পরিবার

 আব্বাস আলী, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে প্রভাবশালী সুদ ব্যবসায়ী দুই সহোদরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টায় আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে এক আদিবাসী পরিবার বাড়ি ছাড়া। জামিনে বেরিয়ে আসার পর থেকে ওই পরিবারকে হুমকি ধামকি অব্যহৃত রাখার অভিযোগ উঠেছে। উপজেলার সফাপুর ইউনিয়নের দক্ষিন লক্ষ্মিপুর গ্রাম থেকে জীবনের ভয়ে ওই পরিবারের তিন সদস্য দুইদিন থেকে নওগাঁ শহরে এসে রাস্তায় রাস্তায় ঘুরছেন।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সফাপুর ইউনিয়নের দক্ষিন লক্ষ্মিপুর গ্রামের আদিবাসী বিধবা নারী একাই বাড়িতে থাকেন। তার দুই ছেলে ঢাকায় থাকেন। তার বাড়ির রাস্তার পশ্চিম পাশে পবাতৈড় গ্রামের মৃত মোসলেম এর ছেলে আজাদুল ইসলাম ওরফে জারদেশ (৩৫) বিভিন্ন ভাবে ওই বিধবাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। বিষয়টি একাধিকবার আজাদুলকে নিষেধ করা হয়। গত ৩জুন রাত ১০ টার দিকে বিধবা প্রকৃতির ডাকে বাড়ির বাহিরে গেলে গোপনে আজাদুল ঘরে ঢুকে। পরে বিধবা ঘরে আসলে তাকে ধর্ষনের চেষ্টা করে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আজাদুলকে আটক করে। বিষয়টি তার ভাই একরামুল (৪০) হক জানার পর লোকজন নিয়ে এসে আজাদুলকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

বিধবা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করা হলে আজ নয় কাল বলে সময়ক্ষেপন করে। এরপর থানায় মামলা করার জন্য কয়েকদিন ঘুরেও মামলা করতে না পারায় অবশেষে গত ৩০ জুলাইয়ে বিধবা বাদী হয়ে নওগাঁ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে দুই ভাইকে আসামী করে মামলা করে। মামলার পর গত ১৬ আগস্টে আসামী দুইজনকে আটক করে পরদিন আদালতে প্রেরণ করে থানা পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর আসামীরা জামিনে বেরিয়ে আসার পর থেকে ওই বিধবার পরিবারকে হুমকি ধামকি অব্যহৃত রাখা হয়েছে।

বিধবার ছেলে নিপেন অভিযোগ করে বলেন, আজাদুল ইসলাম মা’কে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। আমরা নিষেধ করেছিলাম। জীবিকার জন্য দুইভাই ঢাকায় থাকি। একদিন রাতে তিনি মায়ের ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার ভাই একরামুল লোকজনকে নিয়ে এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া গত ৫ বছর আগে সাদা স্ট্যাম্পে লিখিত দিয়ে আমরা ২০ হাজার টাকা একরামুলের কাছ থেকে সুদের উপর নিয়েছিলাম। ৫ বছর পর সুদে-আসলে ৭০ হাজার টাকা তাকে ফেরত দিয়েছি। কিন্তু তারপরও তিনি স্ট্যাম্পটি ফেরত দিচ্ছেন না। তারা জামিনে বেরিয়ে এসে আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। ভয়ে গতকাল থেকে বাড়ি থেকে পালিয়ে আসছি। আমরা এর সুবিচার দাবী করছি।

অভিযুক্ত একরামুল হক বলেন, ওই পরিবারের কাছে ৭০ হাজার টাকা পেতাম। তারা টাকা না দিতে বিভিন্ন ভাবে পায়তারা করছে। টাকা যেহেতু তারা দেয়নি এজন্য আমি স্ট্যাম্পও ফেরত দিবো না। তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। ওই পরিবারকে হুমকি দেয়ার বিষয়টি মিথ্যা।

স্থানীয় ইউপি মেম্বার হোসেন বলেন, শ্লীলতাহানির ঘটনাটি নিয়ে আমরা স্থানীয় ভাবে আপোশের চেষ্টা করছিলাম। বর্তমান পরিস্থিতিতে তারা আইনের আশ্রয় নেয়ায় ভাল হয়েছে। তবে হুমকি-ধামকি দেয়ার বিষয়টি জানা নেই।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।#


নওগাঁয় সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্ট, নওগাঁ :
সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১ অক্টোবর) দুপুরে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁর সাধারন ছাত্র পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাকাল ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্রমৈত্রীর আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্র ইউনিয়নের শামীম আহসান, ছাত্র ফ্রন্টের মিজানুর রহমান প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন করোনা ভাইরাসের মতো বাংলাদেশেও ধর্ষন মহামারি আকার ধারন করেছে। কিন্তু সরকার ধর্ষকদের দৃষ্টান্তর মূলক শাস্তির ব্যবস্থা করছে না। শুধুমাত্র আইন পাস করেই বসে আসেন। আর সারা দেশে ধর্ষন বিরোধী আন্দোলনে পুলিশ বাহিনীর হামলার দৃষ্টান্তরমূলক শাস্তি দাবী করেন বক্তারা।


 
নওগাঁর সাপাহারে ভারতীয় গাঁজা সহ আটক ২

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর সাপাহারে ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১টি মোবাইল সেটসহ ২ জনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় ১৬ বিজিবি এর অধীনস্থ নীতপুর কমান্ডার সুবেদার মো. অছিকুর রহমান শেখ এর নেতৃত্বে নীতপুর দীঘিরহাট বাজার নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। যাহার আনুমানিক মূল্য-২৪,০০০ টাকা।

আটককৃতরা হলেন, সাপাহার থানার হাপানিয়া গ্রামের মৃত আলকোজ এর ছেলে জামাল(৩৫), ও করমুডাংগা গ্রামের আঃ সালাম এর ছেলে রাশেদুল ইসলাম (২৭) ।


আটককৃত আসামীদেরকে গাঁজাসহ সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে বাইসাইকেল সেলাই মেশিন রিং স্লাব ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ
রিয়াজুল ইসলাম, ঝালকাঠি : ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে বাইসাইকেল সেলাই মেশিন রিং স্লাব ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে রিং স্লাব ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জনগনের মাঝে ব্লিসিং পাউডার, সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বাসন্ডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাসন্ডা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন ঝালকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার। বিশেষ অতিথী ছিলেন এলজিএসপি-৩ ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মো: শুভ বিশ্বাস, পিআইও মো: মোজাম্মেল হক।  অনুষ্ঠানে পরিচালনা করেন ইউপি সচিব মো: সবুজ । সার্বিক  বাস্তবায়নের দায়িত্বে ছিল  বাসন্ডা ইউন

 

 


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা ও নাসির বিড়ি সহ মদের চালান জব্দ 

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর(সুনামগঞ্জ)  : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ,কয়লা সহ নাসির বিড়ির চালান আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবি সুত্রে জানাগেছে, চাঁনপুর বিওপির টহল দল সোমবার (১৯ অক্টোবর) সীমান্ত পিলার ১২০২/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরেতাহিরপুর উপজেলার  উত্তর বড়দল ইউনিয়নের মাঝেরটিলা নামক এলাকা থেকে,৪৮ বোতল ভারতীয় মদ ও ৭,হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করেছে,যার মূল্য ৮৩,হাজার ৯,শত টাকা।

অপরদিকে একই দিনে,লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরেতাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে,,হাজার ২,শত ৫০ কেজি ভারতীয় কয়লা আটক করা হয় যার মূল্য ৫৫, হাজার ২,শত ৫০ টাকা।

সুনামগঞ্জ-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মোঃ মেসবাহ উদ্দীন রাসেল জানান,আটককৃত নাসির বিড়ি,কয়লা ও মদের চালান সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget