মোঃ সাইফুল ইসলাম,বাগমারা(রাজশাহী) : রাজশাহী ভবানীগঞ্জ পৌরসভার আওতাধীন ৬ নং ওয়ার্ডে অবস্থিত চাঁনপাড়া “হেলিপ্যাড মাঠটি” আমাদের সবার কাছেই অধিক পরিচিত।আজ এ মাঠটি বিভিন্ন নির্মাণ সামগ্রী দারা দখল হয়ে যাচ্ছে।
গোডাউন মোড় সংলগ্ন এ মাঠটি দীর্ঘদিন ধরেই ভবানীগঞ্জ পৌরসভা ও এর আশেপাশের সকল শ্রেণী- পেশার মানুষের কাছে ক্রীড়া, শরীরচর্চা ও বিনোদনের একমাত্র কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণ এ মাঠটি শিশু -কিশোর ও তরুণ প্রজন্মের কাছে মেধা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ ঐতিহ্যবাহী এ মাঠটি তার নিজস্ব স্বকীয়তা হারাতে বসেছে যা চিত্রগুলোতে দৃশ্যমান। গত দুই-তিন বছর ধরে মাঠের চারপাশে বহুতল বিশিষ্ট ভবন গড়ে উঠার দরুন নির্মাণসামগ্রীর সকল কাঁচামাল মাঠটিকে গ্রাস করে নিয়েছে। বর্তমানে মাঠের প্রায় ৭০-৮০% জায়গা ইট,বালি,খোয়া ও অন্যান্য জিনিসপত্রে দখলকৃত।
এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে মাঠটির একপাশ থেকে অন্য পাশে হেঁটে যাবার রাস্তা খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে এলাকাবাসীর।
এ রকম অবস্থায় এ অঞ্চলের শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম ক্রীড়া,শরীরচর্চা ও মেধাবৃত্তি থেকে বেরিয়ে ভার্চুয়াল রিয়্যালিটি, মাদকাসক্ত ও নানান সামাজিক অসংগতিতে জড়িয়ে পড়ছে যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অত্যন্ত বিপজ্জনক।
তাই ৬ নং ওয়ার্ড, ভবানীগঞ্জ পৌরসভায় বসবাসরত এলাকাবাসীর আকুল আবেদন সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কাছে,বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে এ এলাকার শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের কথা চিন্তা করে মাঠটিকে তার নিজস্ব বৈশিষ্ট্যে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.