ঝালকাঠি প্রতিনিধি: বরিশালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক রাকিবের পাশে ঝালকাঠির সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার রাতে ঝালকাঠি জেলা বিএমএসএফ'র সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু ও সাংবাদিক নেতা নজরুল ইসলাম বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজ এর প্রকাশ সন্ত্রাসী হামলার শিকার আহত সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তারা হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত মঙ্গলবার রাতে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার পর পরই বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি ও ঝালকাঠি নেতারা উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি তোলেন। উল্লেখ্য এ ঘটনায় ঝালকাঠি জেলা বিএমএসএফ ও শুশীল সমাজ কে নিয়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ মানব বন্ধন কর্মসূচী ঘোষণা করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.