নওগাঁর ধামইরহাটে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত

নওগাঁর ধামইরহাটে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত


মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাটে ৯টি প্রাতিষ্ঠানিক এবং ১টি উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ (০৩ সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকাল  ১০ টায় উপজেলা পরিষদ পুকুরের এ মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা রাজস্ব খাত থেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবু সাঈদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.মাহবুবার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ। এব্যাপারে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবার রহমান বলেন, উপজেলা পরিষদ পুকুর, বেলঘরিয়া দাখিল মাদ্রাসা পুকুর, বৈদ্যবাটি আবাসন প্রকল্প, মানপুর আবাসন প্রকল্প, বেলঘরিয়া মসজিদ পুকুর, শ্যামপুর মসজিদ পুকুর, বড়থা বাজার ধাপের পুকুর, তালান্দার সীমান্ত ফাঁড়ি পুকুর, শিমুলতলী সীমান্ত ফাঁড়ি পুকুর এবং উন্মুক্ত বিল হিসেবে ঘুকসী বিলে মোট ৩শত ৪৫ কেজি রুই.কাতল ও মৃগেল জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget