মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাটে রবেন্দ্র অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিক কাজু বাদাম চাষ শুরু হয়েছে। আজ (০৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট পৌরসভার অন্তর্গত হাটনগর গ্রামের কৃষক মো.আব্দুল হাকিমের জমিতে কাজু বাদামের চারা রোপনের মাধ্যমে এ উপজেলার কাজু বাদাম চাষ শুরু হয়। মুজিব বর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ ধামইরহাট জোনের আয়োজনে উপজেলার তিনটি পয়েন্ট হাটনগর,রুপনারায়ণপুর এবং সেননগর গ্রামে ৫০টি গাছের চারা রোপন করা হয়। এসব চারাগাছ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা,বিএমডিএ’র ধামইরহাট জোনের সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, কৃষক আবু ইউসুফ মুর্তুজা রহমান, আবু সাঈদ প্রমুখ। এব্যাপারে বিএসডিএ’র সহকারি প্রকৌশলী মো.হাবিবুল আহসান বলেন, ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে আমরাই প্রথম ব্যবসায়িক ভিত্তিক কৃষকদেরকে কাজু বাদাম চাষে উদ্বুদ্ধ করছি। এ বাদাম বাজারে প্রায় এক হাজার টাকা কেজি দরে কেনাবেচা হয়। তাছাড়া বিদেশে এ প্রচুর চাহিদা রয়েছে। এ বাদাম চাষ করতে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন