নওগাঁয় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নওগাঁয় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


সালমান ফার্সী (সজল), নওগঁ : নওগাঁর রাণীনগরের রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ (০৮ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলস্টেশনের আশেপাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ৪৫০টি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারিকুর রহমান, রাণীনগর রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান প্রমুখ। এসময় স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে রেলওয়ের জায়গা ও পুকুর দখল করে স্থায়ী ভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget