আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর ধামুইরহাটে একশত বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (৫০) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (০৫ সেপ্টেম্বর) শনিবার রাতে ওসি ডিবি কেএম
শামসুদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ফেরদৌস আলী, এএসআই
মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ধামুইরহাট থানাধীন রুপ নারায়নপুর নতুন ব্রীজের
পার্শ্বে হতে এনামুল কে ১শ' (একশত) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি
ফেন্সিডিল সহ আটক করা হয়। আটক এনামুল ধামুইরহাট উপজেলার রুপ নারায়নপুর
গ্রামের মোঃ আঃ কুদ্দুস এর ছেলে।
এবিষয়ে
ডিবির এএসআই মোঃ ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক এনামুল
একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ধামুইরহাট থানায় মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#
একটি মন্তব্য পোস্ট করুন