রেজাউল করিম রেজা,নাটোর : নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীতে পড়ে সারোয়ার হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সারোয়ার ওই গ্রামের মজর আলীর ছেলে।
স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সকালে মজর আলী ও তার স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ির পাশে বড়াল নদীতে পাটের আঁশ ছড়াতে যান। সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন