রাহাদ হাসান মুন্না,সুনামগঞ্জ : নিজ জমিতে চাষাবাদ করতে গিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে আব্দুর রহিম নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক উপজেলার পলাশ ইউনিয়নের উওর মাঝাইর গ্রামের প্রয়াত আব্দুর নুরের ছেলে।
নিহতের পারিবারীক সুত্রে জানাগেছে,উপজেলার উওর মাঝাইর গ্রামের কৃষক আব্দুর রহিম গ্রাম সংলগ্ন পশ্চিমে থাকা কিক্তা (ছোট হাওর)’য় নিজ জমিতে চাষাবাদ করতে শনিবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর আকস্মিক ঝাড়ের সাথে বজ্রপাত পড়লে তিনি জমিতেই চাষাবাদরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিশ্বম্ভরপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
একটি মন্তব্য পোস্ট করুন