নওগাঁর মান্দায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

নওগাঁর মান্দায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ


সালমান ফাসী (সজল), নওগাঁ : নওগাঁর মান্দায় শীবনদীতে গোসলে নেমে আশিক (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শীবনদীর দুর্গাপুর ব্রিজে এ ঘটনা ঘটে। আশিক মান্দা সদর ইউনিয়নের হাড়কিশোর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং বিলকরিল্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়কিশোর গ্রামের আশিক, সৌরভ, সুমন ও আলমসহ কয়েকজন প্রতিদিনের মতো শনিবার দুপুরে শীবনদের দুর্গাপুর ব্রিজে গোসল করত। লাফালাফির এক পর্যায়ে অন্য বন্ধুরা তীরে উঠতে পারলেও আশিক পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
বিকেলে রাজশাহীর ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল। মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান নিখোঁজ বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget