নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দিন দুপুরে অবিশ্বাস্য ও দূঃসাহসি পন্থায় জেলাশহরের সুপরিচিত সিনিয়র সাংবাদিক বিশ্বনাথ দাসের বাড়ীতে চুরি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৪থেকে ৪.৩০ মধ্যে। এ সময় তারা বাড়ীতে ঘুমিয়ে ছিলেন। চোরেরা মেইন গেট খুলে সোজা নির্দিষ্ট ঘরে গিয়ে ওয়ারড্রব খুলে আনুমানিক ৮ ভরি স্বর্ণের গহনা, নগদ ২৬ হাজার টাকা,বিউটি বক্স ডাইনিং এ থাকা বড় একটি কাশার থালা নিয়ে পালিয়ে যায়। তবে ঘরের মধ্যে কোনরকম তছনছের আলামত পাওয়া যায়নি। উল্লেখ্য সম্প্রতি পার-নওগাঁ ৭নং ওয়াডে হিরোইনখোর ও মোদখোরের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। চুরি বিষয়টি তাৎক্ষণিক নওগাঁ সদর মডেল থানায় মৌখিক ভাবে অভিযোগ করায় এসআই মোঃ মাজেদ ঘটনাস্থল পরিদশন করে থানায় অভিয়োগ করার পরামর্শ দেন। তবে বাদির সন্দেহ এটা আশেপাশের পরিচিত জনদেরই কাজ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.