নওগাঁর ধামইরহাটে বিট পুলিশিং অফিস উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে বিট পুলিশিং অফিস উদ্বোধন

ধামইরহাটের, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটের আগ্রাদ্বিগুন বাজারে বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত আগ্রাদ্বিগুন বাজারে ৫নং বিট পুলিশিং অফিস উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। পরে আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, অতিরিক্ত পুলিশ সুপার ভারপ্রাপ্ত পতœীতলা সার্কেল আবু সালেহ মো. আশরাফুল আলম, থানা আ’লীগের সভাপতি মো. দেলদার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, গ্রীণ ভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় মুজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলমগীর কবির, ডিএসবির উপপরিদর্শক আব্দুল আলিম, জালাল উদ্দিন, মোহাম্মদ নাসিম, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আকতার হোসেন, সাংবাদিক হারুন আল রশীদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget