প্রতিনিধি নওগাঁ: নওগাঁ শহরের দয়ালের মোড়ে সড়কের পাশে থাকা একটি বেসরকারী এ্যাম্বুলেন্স হটাৎ অগ্নিকান্ডে সিলিন্ডার বিস্ফোরণে বন্ধ হয়ে গেছে বিদ্যুত ব্যবস্থা। শুক্রবার ভোরের দিকে প্রচন্ড শব্দে এলাকা বাসী বের হয়ে দেখতে পায় দাউ দাউ করে আগুন জ্বলছে। শহরের দয়ালের মোড়ে সড়কের পাশে একটি প্রাইভেট এ্যাম্বুলেন্স এ আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দেয়। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে। স্থানীয়রা জানায়, এ্যাম্বলেন্সের দুটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের পরই আগুন জ্বলে উঠে। সিলিন্ডার বিস্ফোরণে শব্দে কেপে উঠে আশ পাশের ভবন। প্রায় ঘন্টা ব্যাপী আগুনে এ্যাম্বুলেন্স টি পুড়ে ভূস্মিভুত হয়ে যায়। এ সময় আগুনের লেলিহান শিখার পাশে থাকা বিদ্যুৎ পোলের তার পুড়ে যায়। এতে শহরের ৭ টি মহল্লায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ। তবে এ অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি ।
একটি মন্তব্য পোস্ট করুন