সালমান ফার্সী (সজল) নওগাঁ : “শেখ হাসিনার উদ্দ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় মান্দা, ধামইরহাট ও সাপাহার উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে(২৭ আগস্ট) সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৩১টি উপজেলার সাথে নওগাঁর এই তিনটি উপজেলাকেও শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীন পক্ষে ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি নিমৃল কৃষ্ণ সাহাসহ সরকারি কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.