এমদাদুল হক মিলন, দিনাজপুর : দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে করার অপরাধে বরকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এই রায় দেন।
জানা যায়, শুক্রবার রাতে গোপনে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া গ্রামের হঠাৎ পাড়ার রোমানাথ রায়ের ছেলে রনি রায়ের (২৩) সঙ্গে পার্শ্ববর্তী মালি পাড়ার ঋষি বাবুর মেয়ে লতা রায়ের (১৬) বিয়ে হয়। এই খবর জানতে পেরে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ তাকে আটক করে।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান,নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও গণউপদ্রবের দায়ে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের নুরল হকের ছেলে আহানুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
একটি মন্তব্য পোস্ট করুন