বাগমারা (রাজশাহী): রাজশাহী নগরীর ড্রেনে ভাসছে হাজার হাজার টাকা ও প্রাইজবন্ড কুড়াচ্ছে উৎসুক জনতা। শনিবার দুপুরের দিকে রাজশাহী মহানগরীর রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে মালিক সমিতির অফিস ও মহাসড়ক সংলগ্ন ড্রেনে উৎসুক জনতা কুড়াচ্ছেন টাকা।
সরোজমিনে গিয়ে দেখা যায়, ড্রেনের ভেতরে ভাসমান টাকা ধরতে নামা যুবক সিহাব ও পারভেজ জানায়, এক যুবক ৫০ হাজার টাকার একটি বান্ডিল পেয়েছে, আরেকজন ২০ হাজার টাকা এবং ৫০০, ১০০, ২০, ১০ ও ৫ টাকার নোটও পাওয়া যাচ্ছে।
এছাড়াও ১শ’টাকার কিছু প্রইজবন্ড ও বিভিন্ন ধরনের কাগজ পাওয়া গেছে। সব মিলিয়ে ড্রেনের পচাঁ পানিতে নেমে কেউ খালি হাতে ফিরছেনা। দুই থেকে ৫ হাজার টাকা মিলছেই বলে জানান ওই যুবক। কুরবান আলী নামের আরেক যুবক জানায়, বাস মালিক সমিতির টিকেটসহ অন্যান্য কাগজ ভেসে আসতে দেখা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা নিজেদের অনিয়ম ঢাকতে ড্রেনে টাকা ফেলে দিয়েছেন। আর সেই টাকায় কুড়াচ্ছে উৎসুক যুবকরা।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, টাকা এবং কাগজগুলো মোটর মালিক সমিতির বলে প্রাথমিক ভাবে জানাগেছে।
একটি মন্তব্য পোস্ট করুন