আবু আজাদ, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে ডোবা থেকে কলমি শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আধুনগর এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনের ডোবা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহতরা হলেন-স্থানীয় বাসিন্দা মা রাশেদা আকতার (৩৮) ও তার মেয়ে ময়না (১২)।
স্থানীয় বাসিন্দা মো. আরিফ জাগো নিউজকে বলেন, ‘গতকাল থেকে তারা নিখোঁজ ছিলেন। আজ সকালে এলাকাবাসী মা-মেয়ের মরদেহ ডোবায় পড়ে থাকতে দেখে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।’
একটি মন্তব্য পোস্ট করুন