আবু আজাদ, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে ডোবা থেকে কলমি শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আধুনগর এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনের ডোবা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহতরা হলেন-স্থানীয় বাসিন্দা মা রাশেদা আকতার (৩৮) ও তার মেয়ে ময়না (১২)।
স্থানীয় বাসিন্দা মো. আরিফ জাগো নিউজকে বলেন, ‘গতকাল থেকে তারা নিখোঁজ ছিলেন। আজ সকালে এলাকাবাসী মা-মেয়ের মরদেহ ডোবায় পড়ে থাকতে দেখে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।’
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.