রাশেদুজ্জামান,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সহকারী পরিদর্শক কর্পোরাল সাহেদুজ্জামানের (৩৬) মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে যান সাহেদুজ্জামানসহ কয়েকজন র্যাব সদস্য। এ সময় তাদের দেখে মাদকসেবীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে ঝাঁপ দেন।
পরে অন্য র্যাব সদস্যরা সাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসতে দেখেন। উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদ হোসেন জানান, র্যাব কর্মকর্তা সাহেদুজ্জামানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
একটি মন্তব্য পোস্ট করুন