সুস্থ হয়ে উঠছেন বচ্চন পরিবারের সবাই

সুস্থ হয়ে উঠছেন বচ্চন পরিবারের সবাই

করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার পর থেকে বচ্চন পরিবারের সবাই হাসপাতালে ভর্তি। তবে চিকিৎসা নিয়ে এখন একটু সুস্থ আছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন ও আরাধ্য বচ্চন।

অমিতাভ ও অভিষেকের করোনা শনাক্ত হওয়ার পর গত ১১ জুলাই নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর একসপ্তাহ পরে ঐশ্বর্য ও আরাধ্যাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।


হাসপাতালের সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকেই সুস্থ আছেন। সবাই চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ঐশ্বরিয়ার একটু কাশি রয়েছে। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। আরও কয়েকদিন হাসপাতালে থাকত হবে।

করোনাভাইরাস শনাক্তের পর ভক্তদের সঙ্গে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

গত শুক্রবার টুইট করে জানান, সুখের সময় হোক বা কঠিন সময়- আমার কাছের পরিজনরা, শুভাকাঙ্খীরা, আমার ভক্তরা সবসময়েই ভালোবাসা, স্নেহ এবং প্রার্থনায় ভরিয়ে দিয়েছে। হাসপাতালের এই প্রটোকল ও অনুশাসনের মধ্যে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget