বাড়ছে পদ্মার নদীর পানি

বাড়ছে পদ্মার নদীর পানি

রুবেলুর রহমান, রাজবাড়ী: গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়ে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে এখনও বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টেও পদ্মার পানি বিপৎসীমার নিচে রয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে দৌলতদিয়া পয়েন্টে পানির পরিমাপ নির্ণয় করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর মো. ইউসুফ আলী খান জানান, কয়েকদিন পানি কমার পর আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বেড়ে শনিবার বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দারা।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম জানান, পদ্মার নদীর পানি কমার পর আবার বাড়তে শুরু করেছে। তবে এখনও জেলার তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার নিচে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget