নওগারঁ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হানিফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নওগারঁ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হানিফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা : নওগাঁর সাপাহারে সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হানিফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

অসুস্থতা জনিত কারনে ২৪ জুন শুক্রবার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭০ বছর।

গতকাল শনিবার সকালে উপজেলার মরাডাঙ্গা ময়নাকুড়ি বিদ্যালয় মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানেই তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

জানাজায় অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, ওসি তদন্ত আল মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, বীর মুক্তিযোদ্ধাগন, পরিবারের সদস্যসহ এলাকার অসংখ্য মানুষ। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget