মাহবুবুজ্জামান সেতু: নওগাঁর নিয়ামতপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা চত্বরের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন নাইম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। এছাড়াও তোফাজ্জল হোসেন এবং রহিমা খাতুনসহ নিয়ামতপুর উপজেলার সকল কে জি স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ১৭ মার্চ থেকে সারাদেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা দিয়ে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর চরম বিপাকে ফেলেছে দীর্ঘ ৪ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে টিউশন ফি তুলতে পারেনি প্রায় প্রতিষ্ঠান। অনেক শিক্ষক পেশা পাল্টিয়ে লোক লজ্জা ভুলে অন্য পেশায় চলে যাচ্ছে এবং প্রতিষ্ঠানের পরিচালকরা তাদের ভাড়ায় চালিত ভবনের ভাড়া বিদ্যুৎ বিল পানি বিল দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছে। তাই দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিন্ডারগার্টেন স্কুল গুলোর দিকে একটু সু-নজর রাখবেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন