জাহিদ খন্দকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীর মহেশপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের ভ্যানচালক শাফি মিয়া (৩০), জেলার সাদুল্যাপুর উপজেলার জানিপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে নাহিদ (৬)। ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন সঙ্গে থাকা শিশুটির দাদি মমতা বেগম।
স্থানীয়রা জানান, পলাশবাড়ী থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান মহেশপুর এলাকায় পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রবাস সামনে থেকে এটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা এক শিশুসহ দু’জন নিহত হন। আহত হন আরও একজন।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন