রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠি
রিপোর্টার্স ইউনিটি( জেআরইউ) সভাপতি ও ডিবিসি জেলা প্রতিনিধি আলা আমিন
তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনাকালে কোভিড ১৯ সম্মুখ
যোদ্ধা সাংবাদিক ছিলেন। ঝালকাঠি সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন ও করোনা
ভাইরাসে আক্রান্ত মানুষের দুঃখ দুর্দশার সংবাদ নিয়ে রাত দিন মাঠে ছিলেন
এই মানবপ্রেমী সাংবাদিক নেতা । স্থানীয় প্রশাসনসহ সর্বমহলে প্রশংসিত এবং
লাইফম্যান খ্যাত সাংবাদিক আল আমিন তালুকদার ৩/৪ দিন জ্বর কাশিতে ভোগার পর
সতর্কতা অবলম্বনের জন্য নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করেন।
পরে তিনি নলছিটি উপজেলা হাসপাতালে নমুনা পরীক্ষা করালে গতকাল সোমবার পজিটিভ
রিপোর্ট আসে। তিনি তার নিজ ওয়ালে এ বিষয়ে পোষ্ট দিয়ে করোনা পজিটিভের
খবর অবহিত করেন। এ খবরে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনের মধ্যে
অনুকম্পা সৃষ্টি হয় এবং তার জন্য দোয়া করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা
ভালো আছে। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
একটি মন্তব্য পোস্ট করুন