জুলাই 2020
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

অবশেষে ফিটিং মামলায় ঝালকাঠির সেই তিন সাংবাদিক নির্দোষ প্রমাণিত

ঝালকাঠি ৩০ জুলাই ২০২০:

দীর্ঘদিন মামলার তদন্তে ইতিমধ্যে মামলার বাদীও তার ভুল বুঝতে পেরে অনুশোচনা পড়েন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে নিজেদের ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটলেও ঘটনাটি যে, উদ্দেশ্যমূলকভাবে কতিপয় মামলাবাজ সহকর্মীরাই করিয়েছে তা প্রমানিত হয়।

অপরদিকে গত ৩১ মার্চ মামলা রুজুর পর থেকেই ঝালকাঠি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সদর থানার ওসির নেতৃত্বে সঠিক তদন্তের নির্দেশ নিয়ে ঝালকাঠির থানার উপ পরিদর্শক মো: গাউছুল আযম দীর্ঘ তদন্তে মামলার বিষয়ে কোন সত্যতা না পেয়ে চুড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেন। যাতে তিন সাংবাদিকই নিরাপরাধ প্রমাণিত হয়।

এ বিষয়ে বিএমএস সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু জানান, পেশাগত দায়িত্ব ও সংগঠন নিয়ে ঝালকাঠির অপর এক সাংবাদিক সংগঠনের সাথে আমাদের পেশাগত দ্ধদ্ব থাকায় তাদের রোষানলে পড়ি। সেই সংগঠনের কয়েকজন চাটুকার মামলাবাজরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাটি দায়ের করেছিল।যা পুলিশের সঠিক তদন্তে নির্দোষ প্রমাণিত হই।

এ ব্যাপারে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহামুদ হাসান বলেন, আমরা সঠিকভাবে নিরপেক্ষ অবলম্বন করে তদন্ত করি। তদন্তকালে তিন সাংবাদিকের বিরুদ্ধে আনিত অভিযোগের কোন সত্যতা না পেয়ে আমরা চুড়ান্ত রিপোর্ট দাখিল করি। উক্ত রিপোর্টে তিন সাংবাদিকই নির্দোষ প্রমানিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় সারাদেশে কাজ করছি। আমাদের সংগঠন সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করছে। দেশের বিভিন্ন জেলায় কিছু রাক্ষুসে সাংবাদিক দ্বারা আমাদের নেতাকর্মীরা নানা ভাবে আক্রান্ত হচ্ছে। আমরা এসব রাক্ষুসে সাংবাদিকদের চিহ্নিত করছি।

ঝালকাঠির রাজাপুরে কায়েদ ছাহেব হুজুরের জামাতার বাড়িতে ডাকাতি নয়, খুন করাই ছিল উদ্দেশ্য!

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে কায়েদ ছাহেব হুজুরের জামাতার বাড়িতে ডাকাতি নয় খুন করাই ছিল উদ্দেশ্য ! এমন অভিমত ব্যক্ত করে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ফেইসবুকে লাইফ এসে এবং আজ বুধবার নিজ ওয়ালে পোস্ট দিয়ে অবস্থান পরিষ্কার করেছেন কায়েদ ছাহেব হুজুরের নাতি আলহাজ্ব  মাওলানা মুজাম্মেলুল হক রাজাপুরী হুজুরের ছোট ছেলে মালয়েশিয়া প্রবাসী ড. ফাইজুল হক।

ঘটনার বিবরণে জানা গেছে, ঝালকাঠির রাজাপুরে কায়েদ ছাহেব হুজুরের জামাতা রাজাপুরী হুজুরকে মারধর, দালানের দরজা ভেঙে কোরবানির গরু কেনার ৫ লাখ টাকা ডাকাতির চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো।

ঝালকাঠির রাজাপুরের পশ্চিম চাড়াখালি আজিজিয়া আলিম মাদ্রাসার পেছনে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কায়েদ ছাহেব হুজুরের মেয়ের ঘরের দরজা ভেঙে একদল দুষ্কৃতকারীরা প্রবেশ করে। কায়েদ ছাহেব হুজুরের জামাতা আলহাজ্ব  মাওলানা মুজাম্মেলুল হক রাজাপুরী হুজুরকে দুষ্কৃতকারীরা মারধর করে আহত করেছে। সরেজমিনে ওই বাড়িতে গেলে মুজাম্মেলুল হক রাজাপুরী হুজুরের ছেলে পশ্চিম চাড়াখালি আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল হক জানান, রাত সোয়া ২ টার পর ভবনের প্রবেশের মূল দরজা সংলগ্ন ডান পাশের দরজার ছিটকানী ভেঙে ৫ জনের অধিক ডাকাত দল ভেতরে প্রবেশ করে মুজাম্মেলুল হক রাজাপুরী হুজুরের কক্ষের দরজারে ছিটকানী ভেঙে প্রবেশ করলে ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করলে মুজাম্মেলুল হক রাজাপুরী হুজুরের মুখে গামছা ডুকিয়ে তাকে মারধর ও হাত-পা বেধে ফেলার চেষ্টার সময় তিনি চিৎকার শুরু করেন। একই সময় ভবনের বাম পাশের কক্ষটিরও দরজা ভেঙে রুমের লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। বেধে ফেলার চেষ্টার সময় হঠাৎ জাম্মেলুল হক রাজাপুরী হুজুর স্ব জোরে চিৎকার দিয়ে বলেন তাকে মেরে ফেলা হলো বাচাও; চিৎকার শুনে দ্বিতীয় তলায় ঘুমে থাকা অধ্যক্ষ মোঃ সাইফুল হকের ঘুম ভেঙে যায় এবং তিনিও চিৎকার শুরু করে সাইজ করা কাঠের গুঁড়া নিয়ে সিড়ি দিয়ে নিচের দিকে নামা শুরু করলে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতদের খবর তাৎক্ষনিক পুলিশকে জানালে রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্শন করে। অধ্যক্ষ মোঃ সাইফুল হক আরও জানান, প্রতি বছরে ন্যায় এ বছরের পরিবারসহ কয়েক দফার কোরবানির গরু কেনার জন্য ২৭ জুলাই ভান্ডারিয়ার ব্যাংক থেকে প্রায় ৫ লক্ষ টাকা বাড়িতে আছে। এ টাকা লুটকরে নেয়ার জন্য ডাকাতরা হানা দেয়, কিন্তু আল্লাহর রহমতে ডাকাতরা ব্যর্থ হয়। হযরত কায়েদ ছাহেব হুজুরের ছেলে আলহাজ্ব হযরত মাওলানা খলিলুর রহমান সকালে এ বাড়িতে এসে খোঁজখবর নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। কিন্তু গভীরভাবে পর্যালোচনা করে ভুক্তভোগীদের কাছে স্পষ্ট হয় যে, ডাকাতি নয় খুন করাই ছিল উদ্দেশ্য।কারন হিসেবে ড.  ফাইজুল হক জানান, "ডাকাতি করতে এলে সোনার গহনা ও টাকা লুট করে নিয়ে যেত কিন্তু তারা সেটা করেনি। এতে আমাদের সন্দেহ সৃষ্টি হয়েছে।"

নওগাঁর রাণীনগরে ২১বস্তা সরকারি চাল উদ্ধার

আব্দুর রউফ রিপন : নওগাঁর রাণীনগরে বড়গাছা ইউনিয়নের বড়গাছা বাজারের একটি বাড়ি থেকে পরিত্যাক্ত অবস্থায় ২১বস্তা (৬৩০কেজি) ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বড়গাছা বাজারের মোজ্জাফফর হোসেনের বাড়ি থেকে এই চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে মজুদ রাখা হয়েছে। ঈদ উপলক্ষ্যে অসহায় ও দু:স্থদের মাঝে এই চালগুলো বিতরন করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রাসেল আহমেদ আশিক বলেন ওই বাড়িতে কেউ না থাকা এবং বাড়ির মালিক মোজ্জাফফর বুদ্ধি প্রতিবন্ধি হওয়ার সুযোগে স্থানীয় চাল ব্যবসায়ী বড়গাছা গ্রামের ওয়াহেদের ছেলে বিমান সরকারি চাল ভোক্তাদের কাছ থেকে কিনে জোরপূর্বক মজুদ করে রাখে। ওই বাড়ির ছোট ছেলে মেহেদী হাসান আমাকে ফোনে জানালে আমি উপজেলা প্রশাসনকে জানাই। তখন প্রশাসনের নির্দেশে চালগুলো ওই বাড়ি থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে মজুদ রাখা হয়েছে। বিমান স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলমের নির্দেশনায় দীর্ঘদিন যাবত সরকারি চাল কেনা-বেচার কারবার করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ স্থানীয়রা এই চালগুলো আটক করে তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন আমাদের দায়িত্ব ভোক্তাদের কাছে চাল পৌছে দেওয়া। কিন্তু চাল নিয়ে যাওয়ার পর তারা সেই চাল কি করবে সেটা তাদের বিষয়। খবর পেয়ে আমরা এই চাল উদ্ধার করে নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক জব্দ করে রাখা হয়েছে। পরবর্তি সিদ্ধান্ত নির্বাহী কর্মকর্তা পদক্ষেপ গ্রহণ করবেন।
নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন আমরা সংবাদ পেয়ে চালগুলো উদ্ধার করে জব্দ করেছি। এর সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে বিমান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
নওগাঁর পোরশায় সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু
নওগাঁর পোরশায় সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গত বুধবার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার নিতপুর ইউনিয়নের তলাগানইর খন্দকারপাড়া গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী নাজরিন বেগম (২৫) ও মেয়ে সোনালী পাখি (৩)। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে শোয়ার ঘরে ঘুমের মধ্যে তাদের সাপ কামড় দেয়।
নিতপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষ করে তারা শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১টার দিকে বিষাক্ত একটি সাপ মাকে কামড় দেয়। এ সময় তারা চিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্যরা ছুটে এসে তাদের পায়ে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পান। এরপর রাতেই তারা স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করান। ওঝা দিয়ে ঝাড়ফুঁক এর সময় মেয়ে কান্না করলে মা তাকে বুকের দুধ পান করান। এবং দুধের সাথে মেয়ের শরীরে বিষ প্রবেশ করে। তবে ওঝা দিয়ে ঝাড়ফুঁক এর কাজ না করায় অবস্থার অবনতি হইতে লাগিলে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মা-মেয়ের মৃত্যু হয়।
পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নওগাঁর মহাদেবপুরে গাঁজা চাষীকে আটক

মহাদেবপুর,নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে গাঁজার গাছসহ ১জন গাঁজা চাষীকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেল সাড়ে ৫ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর পরিদর্শক সবুর চন্দ্র দেবনাথের নেতৃত্বে উপ পরিদর্শক হাফিজা খাতুনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ফাজিলপুর গ্রামে মৃত লালচাঁদ কর্মকারের ছেলে গোপাল চন্দ্র কর্মকার ওরফে ভোয়ার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির আঙ্গিনায় লাগানো প্রায় ৯ ফিট উচ্চতার একটি গাঁজার গাছসহ গোপাল চন্দ্র কর্মকারকে গ্রেফতার করে। এ ঘটনায় উপ পরিদর্শক হাফিজা খাতুন বাদী হয়ে গোপাল চন্দ্র কর্মকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জুয়েল জানান, গ্রেফতারকৃত গাপাল চন্দ্র কর্মকার এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁ ৬ আসনে উপনির্বাচনে কে পাচ্ছেন নৌকার মনোনয়ননওগাঁ ৬ আসনে উপনির্বাচনে কে পাচ্ছেন নৌকার মনোনয়ন

প্রতিনিধি নওগাঁ : নওগাঁ জেলার রানীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন। গত ২৭ জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। ইতোমধ্যে এ আসন থেকে আওয়ামী লীগের কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

অপরদিকে বিএনপি কেন্দ্র থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে। তবে কে পাচ্ছেন নৌকা প্রতীক তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা।

জানা গেছে, ১৯৯১ ও ৯৬ সালে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে বিজয়ী হন গৃহায়ণ ও গণপূর্ত সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। ২০০১ ও ২০০৬ সালে পুনরায় আলমগীর কবীর বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মরহুম ইসরাফিল আলম। ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে আলমগীর কবির এলডিপিতে যোগ দেন। একই বছরে এলডিপি থেকে পদত্যাগ করেন।

২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন ইসরাফিল আলম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরকে পরাজিত করে ফের বিজয়ী হন ইসরাফিল আলম। মূলত এ আসনটি চারবার বিএনপির অধীনে থাকলেও ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগের দখলে রয়েছে।

এক সময় এ দুই উপজেলা জঙ্গি এলাকা হিসেবে পরিচিত থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অনেকটায় নিয়ন্ত্রণে ছিল। তবে জাতীয় সংসদের উপ-নির্বাচনের সময় কোনোধরনের প্রাণহানি চান না এলাকাবাসী। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন সচেতনরা।

জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলাল ও নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন মনোনয়ন প্রত্যাশী। এছাড়া মরহুম ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটির নামও শোনা যাচ্ছে।


রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘আমি শতভাগ আশাবাদী মনোনয়ন পাব এবং বিজয়ী হব। রানীনগর উপজেলায় আওয়ামী লীগের মূল বলতেই আমরা’। অপর এক প্রশ্নে বলেন, নির্বাচনের মধ্যে কোনোধরনের অপ্রীতিকর বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি মনে করেন।

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, ‘যদি তৃণমূলের অবস্থান বিবেচনা করে মনোনয়ন দেয়া হয় তাহলে আমি আশাবাদী। এ দুই উপজেলার অর্থনৈতিক উন্নয়ন এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা আছে’।

তিনি বলেন, ‘করোনার মধ্যে দুই উপজেলার ১২শ জনকে খাদ্য সহায়তা, মাস্ক প্রায় ১৪ হাজার এবং সচেতনতামূলক ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। গত ঈদুল ফিতরে প্রায় ৩ লাখ টাকার শাড়ি-লুঙ্গি দেয়া হয়েছে। এছাড়া গত ১০-১২ বছর ধরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বন্যার কবল থেকে রক্ষা পেতে কাজ করছি’।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী বলেন, ‘গত নির্বাচনের সময় এ আসনের দুই উপজেলায় ব্যাপক জনসমাগম করেছিলাম। এলাকার প্রতিটি বাড়িতে গিয়েছি। যার প্রতিফল এখন হচ্ছে। জনগন আমাকে ভালোবাসে তার বহিঃপ্রকাশ এখন বুঝতে পারছি। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ আসন থেকে মনোনয়ন দেবেন’।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। কেন্দ্র যদি মনে করে উপ-নির্বাচনে অংশ নিতে হবে তাহলে আমরা অংশ নেব। এরপর প্রার্থী যাচাই-বাছাই করা হবে। আর যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে তো প্রার্থী যাচাইয়ের কোনো প্রশ্নই আসে না’।

উল্লেখ্য, গত ২৭ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসরাফিল আলম। ১৯৬৬ সালে রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে জন্মগ্রহণ করেন। সংসদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।


ঘুরে আসুন ঢাকার সারিঘাট

ঢাকার যাত্রাবাড়ী বা তার আশপাশে যারা আছেন; তারা ঘুরে আসতে পারেন সারিঘাট থেকে। ঢাকা শহরের যান্ত্রিকতা থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্য জায়গাটি মন্দ নয়। সবুজে ঘেরা পরিবেশ আর সাথে নৌকা ভ্রমণ। এখানকার সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ যে কারো ভালো লাগবে। হারিয়ে যাবেন গ্রামবাংলার চিরচেনা প্রকৃতির মাঝে। যে কেউ সময় করে আসতে পারেন, ভালো লাগবে।


ঢাকার যেকোনো জায়গা থেকে প্রথমে যাত্রাবাড়ী যাবেন। সেখান থেকে জুরাইন রেলগেট বাস বা লেগুনায়। ভাড়া ১০-১৫ টাকা। জুরাইন রেলগেট থেকে পোস্তগোলা ব্রিজের ওপারে যাবেন। ভাড়া ১০-১৫ টাকা। নামার পর পোস্তগোলা ব্রিজের ঢালেই অটোরিকশা অথবা সিএনজি পাবেন। সারিঘাট যেতে ভাড়া পড়বে জনপ্রতি ১০ টাকা।

যদি চার-পাঁচজনের টিম হয়, তাহলে সরাসরি সিএনজি ভাড়া নিতে পারেন সারিঘাট পর্যন্ত। ভাড়া পড়বে ১২০-১৮০ টাকা। যদি জুরাইন থেকে সিএনজি ভাড়া করেন, তাহলে ১০০-১২০ টাকা। অবশ্যই দামাদামি করে নেবেন। ঢাকা শহরের যেকোনো জায়গা থেকে জুরাইন রেলগেট। জুরাইন রেলগেট থেকে সরাসরি রিজার্ভ সিএনজিতে সারিঘাট গেলে ভালো হয়।

সবুজ প্রকৃতিতে কিছুটা সময় কাটালে ভালো লাগবে। কেউ চাইলে কায়াকিং এবং নৌকা ভ্রমণও করতে পারেন। চাইলে গোসলও করতে পারেন, পানি খুবই পরিষ্কার। কায়াকিং ৭৫ টাকা জনপ্রতি ৩০ মিনিটের জন্য। নৌকা ভ্রমণ ১০০-১৫০ টাকা। তবে ওঠার আগে দরদাম করে নেয়াই ভালো।

কায়াকিং হচ্ছে ভ্রমণ করার জন্য একধরনের ছোট নৌকা, যা বৈঠা বা লগি ব্যবহার করে চালানো যায়। হালকা কিন্তু ব্যাল্যান্সড নৌকায় কায়াক ক্লাবের নিজস্ব লাইফ জ্যাকেট পরে উঠলে আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে বৈঠা। ব্যস! এবার আপনি নিজেই মাঝি! ইচ্ছেমতো ঘুরতে পারবেন পানি দেখতে দেখতে। কায়াকিং চালাতে বেগ পেতে হয় না একেবারেই। কেবল নৌকা ডানে ও বামে নেওয়ার কৌশল রপ্ত করলেই নির্ভেজাল আনন্দে ঘুরতে পারবেন।

তবে সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিয়েন। এর জন্য কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। তাছাড়া এখন যেহেতু করোনার সময়। তাই সবারই নিচের বিষয়গুলো খেয়াল রাখা উচিত-
* কায়াকিং শুরুর আগে এবং শেষে স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন।
* বাড়তি সতর্কতা হিসেবে অতিরিক্ত লোক সমাগম এড়িয়ে চলার চেষ্টা করবেন।
* শুক্রবার বিকেল ছাড়া অন্য যেকোনো দিন আসার চেষ্টা করতে পারেন।

শুক্রবার অনেক মানুষের সমাগম হয়। শুক্রবার না যাওয়াই ভালো। মনে রাখবেন, চিপস ও বিরিয়ানির প্যাকেট বা খাবারের উচ্ছিষ্টাংশ ফেলে পরিবেশ নষ্ট করবেন না। সচেতনতা শুরু হোক নিজের থেকেই। হ্যাপি ট্রাভেলিং। সময় পেলে এখনই ঘুরে আসুন।

সিম্ফনির নিয়ে এলো নতুন স্মার্টফোন

সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন “সিম্ফনি জেড২৮”। এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে লেটেস্ট আনড্রয়েড ১০.০।

২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চির ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০।


১.৮ গিগাহার্জ এর পাওয়ারফুল এবং পাওয়ার ইফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক এর প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২৫ এর সাথে আছে ৩ জিবি ডিডিআর-৪ র‌্যাম এবং ৩২ জিবি রম যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।

জিপিউ হিসেবে আছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০ যার স্পিড ৬০০ মেগাহার্জ এর ফলে হাই রেঞ্জের গেম গুলো খেলা যাবে স্বাচ্ছন্দে। আর ৪০০০ মিলি অ্যাম্পিয়ার নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি দিচ্ছে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। ৪০০০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারি হলেও কিন্তু এই স্মার্টফোনটি অনেক স্লিম।

সুন্দর ছবি তোলার জন্য এই স্মার্টফোনটির ব্যাক সাইডে আছে তিনটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর ফ্রন্টে সামনে থাকছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।

ক্যামেরা ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো- এআই, আল্ট্রা ভিউইং ওয়াইড এ্যাংগেল, পোর্ট্রেইট, ওয়াটারমার্ক, ইমোজি, নাইট মোড, এ্যান্টি-ফ্লিকার, ফেস বিউটি, ডিসপ্লে ফ্ল্যাশ, গুগল লেন্স, টাইম ল্যাপ্স, স্লো-মো, প্রফেশনাল, অটো এইচডি আর এবং টাচ শট।


ট্রু এআই ফটোগ্রাফিতে পাওয়া যাবে আরো কিছু স্পেশাল মোড ফুড, প্ল্যান্ট, ব্লু স্কাই, নাইট সিন, ক্যারেক্টার্স, বিল্ডিং, সান রাইজ এবং সান সেট, ফ্লাওয়ার্স, স্নো, ফায়ারওয়ার্কস, এ্যানিমেল, আইডি কার্ড এবং পোট্রেইট।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে যেমন জি সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

এছাড়াও আছে ডেডিকেটেড গুগল এ্যাসিসটেন্স বাটন যাতে এক প্রেসে সেকেন্ডে ওপেন হবে লিমিটলেস গুগল সার্চ! এছাড়াও ভয়েস কমান্ড এ অটো এ্যাপ ওপেন সহ এ্যাপয়েন্টম্যান্ট সেট, ম্যাপ সার্চ, আল্যার্ম অথবা রিমাইন্ডার সেটআপ।

আরো অনেক স্পেশাল ফিচার এর মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচারগুলো হলো ফেস আনলক, ডিজিটাল ওয়েলবিয়িং, স্মার্ট কন্ট্রোল, প্যারেন্টাল লক, ওয়ান হ্যান্ড মোড, নাইট মোড, বেড টাইম মোড, লিফট টু ওয়েক আপ, কাস্টমাইজেবল নটিফিকেশন লাইট, স্মার্ট এ্যাকশন, স্মার্ট জেশচার এবং অলওয়েজ অন ডিসপ্লে। সিম্ফনির এই ফ্ল্যাগশিপ ফোনটি ক্যারিবিয়ান ব্লু এবং ক্যারিবিয়ান রেড কালারে পাওয়া যাচ্ছে মাত্র ৮ হাজার ৯৯০ টাকায়।

নারী লোভী ভন্ড সাধুর গল্প নিয়ে শিমুল সরকারের ইদের শর্টফিল্ম কামসাধন


নজরুল ইসলাম তোফা: আমাদের সমাজে মজিদ পীরেরা আজও বহমান স্রোতের ধারায় টিকে আছে। মাঝে মাঝে একটু আধটু রুপ পাল্টায় শুধু। কখনও ধর্ম, কখনও পীরের ছদ্মবেশ, কখনওবা সন্নাসব্রত পালনের নামে কামনা, লালসার জাল বিস্তার করে। এমনই গল্পের ছোট সিনেমা 'কামসাধন' লকডাউনের বন্দী জীবনে তৈরি করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা শিমুল সরকার। 

গল্পে দুটি অংশ দেখানো হয়েছে। ছদ্মবেশে নারীভোগী এক ভন্ড সন্নাসীর পাশাপাশি আমাদের সমাজে বখে যাওয়া টিন এজ ছেলেদের ধর্ষণ প্রবৃত্তি। মাত্র ৪ টি চরিত্র নিয়ে গড়ে উঠেছে কামসাধনের গল্প। চলচ্চিত্রের  প্রধান চরিত্র সাধু। এই চরিত্র নির্মাণের জন্য তিন বছর ধরে চুল দাঁড়ি কাটেননি অভিনেতা মঞ্চকর্মী নজরুল ইসলাম তোফা। তিনি বলেন নাট্যকার শিমুল সরকার সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আমার নাট্যগুরু।

দেশের অনেক বড় বড় তারকাদের না নিয়ে আমাকে নিয়ে যখন তিনি এমন একটা স্বপ্নের চরিত্র নির্মাণের ভাবনা ভাবেন তখন তার জন্য যে কোনো ত্যাগ আমার জন্য ফরজ হয়ে যায় আসলে। অন্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন দেবী পান্ডে, সিয়াম আহমেদ খাঁ ও টিপু সুলতান। দেবী পান্ডের জন্য এই কাজটি প্রথম। কলেজ পড়ুয়া দেবী মঞ্চে, স্কুল কলেজে টুকটাক কাজ করলেও ক্যামেরার সামনে প্রথম দাঁড়ালেন শিমুল সরকারের মাধ্যমে। 

নির্মাতা শিমুল সরকার জানান তোফা ভাইকে কথা দিয়েছিলাম এই গল্পটা তাকে নিয়ে করবো। গল্প ভাবনাটাও তারই ছিল। চিত্রনাট্য করেছি আমি। এবারের কাজটা গল্পের প্রথম পার্ট এবং বলা যায় এক্সপেরিমেন্টাল কাজ। ২য় ধাপে এর ব্যপ্তি হবে দীর্ঘ। রাজশাহীর বাঘা এবং পুঠিয়াতে চিত্রধারন শেষে এখন সম্পাদনার কাজ চলছে। আগামী কোরবানির ইদের দিন রাত ৯ টা থেকে অনলাইন ইউটিউব চ্যানেল লাভ টিভিতে কামসাধন দেখা যাবে বলে পরিচালক নিশ্চিত করেছেন।

লেখকঃ  নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক।

স্টার জলসার সিরিয়াল দেখতে গিয়ে কিশোরীর ধর্ষণ


জাহিদ খন্দকার, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী। এখন সে দুই মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত শহিদুল ইসলাম সরকারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম সরকার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামের আব্দুল লতিফ সরকারের ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের সন্তান ওই স্কুলছাত্রী প্রতিবেশী শহিদুল ইসলামের বাড়িতে টিভি দেখতে যেত। স্টার জলসার সিরিয়াল দেখতে দেখতে অনেক রাত হয়ে গেলে সেই সুযোগ কাজে লাগায় শহিদুল। বিয়ের প্রলোভন দেখিয়ে শহিদুল তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা চাপা রাখতে তাকে প্রাণে মেরে ফেলার ভয়ও দেখায় শহিদুল ইসলাম। কিছুদিন পরে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার বাবা-মাকে জানায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রোববার (২৬ জুলাই) থানায় মামলা করেন। পরে শহিদুল ইসলাম সরকারকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে সে দুই মাসের অন্তঃসত্ত্বা।


রাজশাহীতে শতকরা ৩০ জনের নমুনা পজিটিভ

ফেরদৌস সিদ্দিকী, রাজশাহী : রাজশাহীতে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না করোনাভাইরাসের সংক্রমণ। এক সপ্তাহ ধরে বিভাগে করোনা সংক্রমণে সবার ওপরে রাজশাহী জেলা। যদিও জেলা প্রশাসন ও সিটি করপোরেশন করোনা নিয়ন্ত্রণে আলাদাভাবে কাজ করছে। কিন্তু সেই কাজের প্রতিফলন নেই বাস্তবে।

সোমবার শুধু রাজশাহী জেলায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। একই দিন বিভাগে করোনা সংক্রমণ ধরা পড়েছে ২১৮ জনের। আর মৃত্যু হয়েছে তিনজনের।

রাজশাহী জেলায় এ পর্যন্ত দুই হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই হাজার ২২ জনই রাজশাহী সিটি করপোরেশন এলাকার। বাকি ৬৫৪ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রাজশাহীতে এ পর্যন্ত ২৩ জনের প্রাণ নিয়েছে করোনা। সংক্রমণের দিক দিয়ে বিভাগে করোনার হটস্পট বগুড়ার পরপরই রাজশাহী জেলার অবস্থান। করোনার রেড জোনে থাকলেও এ নিয়ে মাথাব্যথা নেই স্থানীয়দের। যে যার মতো বাইরে চলাফেরা করছেন। খোলা রয়েছে সব ধরনের হাট-বাজার ও বাণিজ্যকেন্দ্র। গণপরিবহণ চলছে স্বাভাবিক। রাজশাহীর বাইরে থেকেও যাওয়া-আসা করছেন লোকজন। কিন্তু স্বাস্থ্যবিধি মানার তাগিদ নেই কারও। এর ফলও মিলছে করোনা সংক্রমণের পরিসংখ্যানে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, এক সপ্তাহ ধরে জেলা ও উপজেলা পর্যায়ে করোনা সংক্রমণের হার বেড়েছে। আমরা যেসব নমুনা সংগ্রহ করেছি তার প্রায় ৩০ শতাংশের করোনা ধরা পড়ছে।

এক সপ্তাহ আগেও এই হার ছিল ২০-২৫ শতাংশ। যদিও করোনায় জেলায় মৃত্যুহার এখনও এক শতাংশ। রাজশাহী নগরীতে সংক্রমণ ও মৃত্যু এমনকি সুস্থ হওয়ার হার উপজেলাগুলোর চেয়ে বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, জেলার নয় উপজেলার চেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজশাহী নগর এলাকায়। করোনা নিয়ন্ত্রণে নগরীতে তৎপরতাও বেশি। কিন্তু সেই তৎপরতাও ভেস্তে যাচ্ছে জনগণের অসচেতনতায়। ফলে সংক্রমণ না কমে দিন দিন বেড়েই
চলেছে।

নগরজুড়ে করোনা নিয়ন্ত্রণে কাজ করছে সিটি করেপোরেশনের স্বাস্থ্য বিভাগ। এই পরিস্থিতিতে করণীয় জানতে যোগাযোগ করা হয় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমের সঙ্গে।

সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বলেন, এখন মিটিংয়ে ব্যস্ত আছি। পরে কথা বলব। কিন্তু পরে দফায় দফায় চেষ্টা করেও তার আর সাড়া পাওয়া যায়নি।

এর আগে ১৯ জুলাই নগরীর করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহীর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন সভায় জেলা প্রশাসক আবদুল জলিল।

ওই সভায় নাগরিকদের মাস্ক পরতে আরও বেশি উৎসাহিত করা, মার্কেট ও বাজার ব্যবস্থাপনা, কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা, আগাম ও অনলাইনে পশু ক্রয়ে উৎসাহ প্রদানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ প্রদানসহ বিভিন্ন বিষয়ে
আলোচনা হয়। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও করোনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।

রাজশাহীতে করোনার সার্বিক পরিস্থিতি জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, শুরু থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করে আসছিল জেলা প্রশাসন। কিন্তু মানুষজন সচেতন না হওয়ায় করোনা নিয়ন্ত্রণ কাজে আসছে না। ফলে এক সপ্তাহ ধরে সচেতনতার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সকাল-বিকেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর হবে জেলা প্রশাসন।

সোমবার নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় রাজশাহীর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে বাড়তি নজরদারি রাখতে হবে। মানুষকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করতে হবে। কোরবানির পশু জবাই করার সময় এ কাজে নিয়োজিতদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।


সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে মারল চাচাতো ভাই

ইউসুফ দেওয়ান রাজু, সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের সলঙ্গায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে শাপলা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় শাপলার মা আমিনা খাতুন ও ঘাতক আশিকের মা কল্পনা খাতুন আহত হয়েছেন। এ ঘটনায় আশিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সলঙ্গা থানার শাহরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাপলা খাতুন ধামাইলকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও শাহরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। আটক আশিক ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

আশিকের মা কল্পনা খাতুন বলেন, আশিকের মাথায় সমস্যা আছে। তাকে বাড়িতেই আটকে রাখা হয়েছিল। সকালে শাপলাসহ আমরা কজন বাড়িতে বসেছিলাম। এ সময় হঠাৎ আশিক ছুটে এসে দা দিয়ে পেছন থেকে শাপলাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাপলা মারা যায়। আমরা এগিয়ে গেলে আমাদেরকেও কুপিয়ে আহত করে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো. তাজুল হুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক আশিককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলে মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
এস এম এরশাদ, মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে মাদক কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের মাকে খুন করেছেন মাদকাসক্ত ছেলে। এলাকাবাসীর সহযোগিতায় মাদকাসক্ত ছেলে মহর আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে মা ময়সুন্দুরীকে (৭৫) বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে মহর।

এলাকাবাসী জানান, মহর আলী দীর্ঘদিন ধরে নেশা করেন। তার বাবা আবদুল মজিদ কয়েক বছর আগে মারা গেছেন। তাদের অভাবের সংসার। সকালে মহর আলী মায়ের কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি মাকে বঁটি দিয়ে মাথার পেছনে ও কানে কোপ দেন। এতে ঘটনাস্থলেই ময়সুন্দুরী মারা যান।

এদিকে শাশুড়িকে রক্ষায় এগিয়ে আসেন মহরের ছোট ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার ও প্রতিবেশী চাচা হাকিম মুন্সীর স্ত্রী মোমেনা বেগম। মহর আলী তাদের দুজনকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে মহরকে আটক করেন। চিকিৎসার জন্য মোমেনা বেগমকে গুরুতর অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ও তাসলিমাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ওই যুবক মস্তিষ্ক বিকৃত বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।


 
শেষ নেই ভোগান্তির দৌলতদিয়া ফেরিঘাটে


রুবেলুর রহমান, রাজবাড়ী : পদ্মা নদীর পানি বৃদ্ধি থাকায় দৌলতদিয়া ফেরিঘাটের দুটি সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঘাটে এমন চিত্রই দেখা গেছে।

জানা গেছে, দৌলতদিয়া প্রান্তের ৬টি ফেরিঘাটের দুটি ঘাট গত বছরের বর্ষায় ভেঙে গেলে এক বছরেরও তা সচল করতে পারেনি কর্তৃপক্ষ। বাকি ৪টি ঘাট সচল থাকলেও পদ্মার নদীর পানি বৃদ্ধিতে ৩ ও ৬ নম্বর ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী ওঠা নামায় ব্যাঘাত ঘটছে। ৪ নম্বর ঘাটে ভিড়ছে মাত্র ১টি ফেরি ও ৫ নম্বর ঘাটের একটি পকেটে চলছে সংস্কার কাজ।

এদিকে ৩ ও ৬ নম্বর ঘাটের রাস্তার ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলার কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সোমবার বিকেলে ঘাট পরিস্থিতি দেখতে ফেরিঘাটগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলামসহ অনেকে।

এছাড়া পদ্মার তীব্র স্রোতে এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। ফলে প্রায় প্রতিদিনই দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় থাকছে যানবাহনের সিরিয়াল। তবে কুরবানির ঈদ উপলক্ষে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করছে ঘাট কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনকে সিরিয়ালে পারাপার হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া এলাকায় সব জায়গায় এখন পানি। ৩ নম্বর ফেরিঘাটের রাস্তার ওপর হাঁটুপানি রয়েছে। এর মধ্যেই যানবাহন ও যাত্রীরা আসা যাওয়া করছে। ফলে ঘটছে দুর্ঘটনা। সকালেও গর্তে পড়েছে একটি মোটরসাইকেল। এছাড়া মাঝে মধ্যেই অটোরিকশা উল্টে যাচ্ছে।

৬ নম্বর ঘাটেরও প্রায় একই অবস্থা। আসলে দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে কাজ করে। কিন্তু তাদের মধ্যে সমন্ময়হীনতার অভাব দেখা দিয়েছে। ফলে দুর্ভোগ আরও বাড়ছে।

তারা আরও জানান, প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী নদী পারাপার হয় এবং ঈদের আগে ও পরে এর চাপ বেড়ে যায় কয়েকগুন। করোনা ভাইরাসের কারণে এবার চাপ কিছুটা কম। তবে থেমে নেই আসা যাওয়া। যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহনের পাশাপাশি চাপ রয়েছে কোরবানির পশুবাহী ট্রাকের। একদিকে নদীর স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে ঘাট সমস্যা থাকায় ঈদে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত ঘাটের রাস্তা ও ফেরিঘাটের পল্টুন ঠিক করার দাবি জানান তারা।

বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, নদীর পানি বৃদ্ধিতে দৌলতদিয়া প্রান্তের দুটি ফেরি ঘাটের সড়কে পানি উঠেছে। দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিএ ওই রাস্তার পাশ দিয়ে বালুর বস্তা ফেলার কাজ করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যাবস্থাপক মো. মাহবুব হোসেন বলেন, পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া ৩ নম্বর ঘাটের সড়কে হাঁটু পানি। ফলে যানবাহন ফেরিতে ওঠা-নামায় সমস্যা হচ্ছে এবং ৬ নম্বর ঘাটের সড়কেও হালকা পানি উঠেছে। তবে এখন পারের অপেক্ষায় কোনো পশুবাহী ট্রাক সিরিয়ালে নেই। যাত্রীবাহী বাসসহ প্রায় দুই শতাধিক যানবাহন সিরিয়ালে আছে। সময় বাড়লে চাপও বাড়ে। তবে অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহী ট্রাক আগে পার করছেন। বর্তমানে এরুটে ১৫টি ফেরি চলাচল করছে।

তিনি আরও বলেন, পানিতে ডুবে যাওয়া রস্তা দ্রুত ঠিক না করতে পারলে দোষ হয় বিআইডব্লিউটিসির। কিন্তু এখানে কয়েকটি দফতর কাজ করে। বিআইডব্লিউটিসি শুধু ফেরির দায়িত্বে আছে। রাস্তা সংস্কার, ভাঙনরোধে কাজ করে অন্য দফতর।


  



প্রেমিকার বাড়ির লোকের পিটুনি খেয়ে হাসপাতালে প্রেমিক
আসিফ ইকবাল, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগরের গোরিনগর গ্রামে প্রেমিকার স্বজনদের মারধরে গুরুতর জখম হয়েছেন তরিকুল ইসলাম নামে এক প্রেমিক। সোমবার সকালে শহরের পন্ডের ঘাট এলাকা থেকে তরিকুলকে তুলে নিয়ে প্রেমিকার বাড়িতে দরজা বন্ধ করে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে তাকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নানের হস্থক্ষেপে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তরিকুল ইসলাম মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর।

জানা যায়, তরিকুল বিবাহিত। তারপরও উপজেলার রামনগর গ্রামের প্রবাসী আজহারুল ইসলামের মেয়ে রেহেনা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। গত বৃহস্পতিবার রাতে তারা দুজন পালিয়ে যান। এ ঘটনায় প্রেমিকার দাদা হাইবোতুল্লাহ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে প্রেমিকা রেহেনা খাতুনের পক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে মেহেরপুরে নিয়ে আসে।

মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকা থেকে রেহেনা ও তরিকুলকে তুলে নিয়ে যান রেহেনার পরিবারের লোকজন। পরে একটি ঘরে হাত ও চোখ বেঁধে প্রেমিকার দাদা হাইবোতুল্লাহসহ অজ্ঞাত আরও কয়েকজন বেধড়ক পেটাতে থাকেন। খবর পেয়ে ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে রেহেনার দাদা হাইবোতুল্লাহ বলেন, ঘটনার সময় আমি ছিলাম না।

ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, আমার বাড়ির শ্রমিকের কাছ থেকে জানতে পারি তরিকুলকে কারা মারধর করেছে। তার অবস্থা গুরুতর। খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। প্রেমঘটিত কারণে তরিকুলকে মারতে পারে বলে মনে হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, এখনও তরিকুল ইসলামের কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


ময়মনসিংহে করোনায় দৈনিক জাহানের সম্পাদক রেবেকা ইয়াসমিনের মৃত্যু

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রকাশিত দৈনিক সংবাদপত্র দৈনিক জাহানের প্রকাশক ও সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে ২৭ জুলাই সোমবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে এক পুত্র, ২কন্যা, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহনগঞ্জ পৌর শহরে দৌলতপুরে রাতে জানাজা এবং পিতার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয় বলে দৈনিক জাহান নির্বাহী সম্পাদক মোঃ আবদুল হাসেম জানান। অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন নেত্রকোনার মোহনগঞ্জ আল মবিন রোডস্থ বিশিষ্ট সমাজ সেবক ও চিকিৎসক মরহুম ডাঃ বদর উদ্দিন আহমেদ এর কন্যা।

পারিবারিক সূত্র জানায়, অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনের স্টোক হলে গত ২৬ জুন চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিবি) ভর্তি করা হলে তাকে আইসিইউতে রাখা হয়। পরে তাকে গত ১৫ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১৮ জুলাই পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়। এরপর থেকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

রেবেকা ইয়াসমিন নেত্রকোণা থেকে প্রকাশিত দৈনিক বাংলার দর্পণ পত্রিকারও প্রকাশক। এছাড়াও ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সভাপতি, ময়নসিংহ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বপ্রথম প্রকাশিত দৈনিক জাহান প্রকাশক ও সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনের মৃত্যুতে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।


সাবান এবং পানি আমাদের হাত পরিষ্কার করার জন্য সর্বোত্তম উপায়। তবে সাবান-পানির ব্যবস্থা সব জায়গায় না-ও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা নির্ভর করি হ্যান্ড স্যানিটাইজারের উপর

সংক্রমণের ঝুঁকি রোধ করার জন্য আমাদের প্রচেষ্টা নিরন্তর সাবান এবং পানি আমাদের হাত পরিষ্কার করার জন্য সর্বোত্তম উপায়। তবে সাবান-পানির ব্যবস্থা সব জায়গায় না-ও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা নির্ভর করি হ্যান্ড স্যানিটাইজারের উপর। মারাত্মক সংক্রামক করোনাভাইরাস এড়াতে হাত সঠিকভাবে পরিষ্কার করা জরুরি। । এই হ্যান্ড স্যানিটাইজার আমাদের হাতে কতটা সময় থাকে তা কি আপনি জানেন? বিস্ময়কর ব্যাপার হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার খুব খুব দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় না। এমনটাই জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া।

দুই মিনিট! হ্যাঁ, আপনি যে রাসায়নিক জীবাণুনাশকটি হাতে ঘষলেন, তা কেবল দুই মিনিটের জন্য আপনাকে জীবাণুমুক্ত রাখে।

হ্যান্ড স্যানিটাইজার আপনাকে দীর্ঘায়িত সুরক্ষা দেয় না এবং দুই মিনিট পরে জীবাণুমুক্ত হতে চাইলে ফের ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞদের মতে, স্যানিটাইজার কেবল তখনই দরকার হয় যখন আপনি বাইরে বের হবেন এবং আপনার হাত পরিষ্কার করার জন্য সাবান-পানি পাওয়া যাবে না। যাইহোক, হাত জীবাণুমুক্ত রাখার সর্বোত্তম উপায় হ'ল সাবান এবং পানিতে ধুয়ে ফেলা। সংক্রমণ এড়াতে, মুখ স্পর্শ করা উচিত নয় এবং হাত না ধুয়ে খাবার খাওয়া উচিত নয়।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এর মতে, কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত। জীবাণু মেরে ফেলার জন্য অন্তত ৩০ সেকেন্ড হাতের তালু ঘষতে হবে।

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সুবিধা কী?
সিডিসির হিসাবে, জরুরি পরিস্থিতিতে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজারগুলো সাবান এবং পানির বিকল্প হতে পারে। তবে এটি একমাত্র উপায় হিসেবে বেছে নেয়া উচিত নয়। স্যানিটাইজার সমস্ত জীবাণু মারতে পারবে না। তবে এটি ব্যবহারের ফলে ত্বকে জীবাণুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

করণীয় কী : নিজেকে সংক্রমণ থেকে রক্ষা করতে, খাবার খাওয়ার আগে বা মুখ স্পর্শ করার আগে আপনার হাত সঠিকভাবে পরিষ্কার করুন। আপনি মিনিট দশেক আগে হাত স্যানিটাইজ করেছেন কি-না, তা বিবেচ্য নয়। এটা আবার করতে হবে।

যদি আপনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন তবে, হাতের সমস্ত জায়গায় ভালো করে ত্রিশ সেকেন্ড ধরে ঘষতে হবে।

তবে আপনার হাত জীবাণুমুক্ত রাখার সর্বোত্তম উপায় হলো সাবান এবং পানি ব্যবহার। আপনার হাত সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য ঘষুন। পানি দিয়ে ধোয়ার আগে আপনি এটি আঙ্গুলের মধ্যে, হাতের পিছনে এবং নখের নিচে ভালো করে ঘষে নিন।

১০৪ বছর বয়সী অভিনেত্রী অলিভিয়া আর নেই


বিনোদন ডেস্ক :  আর নেই। ১০৪ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন না ফেরার দেশে হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড। বার্ধক্যজনিত কারণে গত ২৬ জুলাই তার জীবনাবসান হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানায়, অলিভিয়া দে হাভিল্যান্ডের মুখপাত্র লিসা গোল্ডবার্গ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুইবার অস্কার জয় করা অভিনেত্রী এবং ‘গোন উইথ দ্য উইন্ড’র সর্বশেষ জীবিত তারকা ১০৪ বছর বয়সে মারা গেছেন। প্যারিসে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে। সেখানে তিনি প্রায় ৬০ বছর ধরে বসবাস করছিলেন।’

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করে গেছেন অলিভিয়া। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কিংবদন্তি হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করেছেন অলিভিয়া দে হাভিল্যান্ড। দুইবার অস্কার জিতেছেন, পাঁচবার অস্কারের মনোনয়ন পেয়েছেন।

প্রসঙ্গত, হলিউডের ইতিহাসে মাইলফলক সিনেমা ‘গোন উইথ দ্য উইন্ড’। এটি ১৯৩৯ সালে মুক্তি পায়। এখানে অভিনয় করে দারুণ প্রশংসিত হন অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড। এই সিনেমার জন্য তিনি অস্কারও জিতে নেন। অনেক আগেই সিনেমাটি সংশ্লিষ্ট অন্যরা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তবে কালজয়ী সিনেমাটির জীবিত একমাত্র সাক্ষী ছিলেন অলিভিয়া। কিন্তু শেষ পর্যন্ত তিনিও চলে গেলেন।

হলিউডের সোনালি যুগের এ অভিনেত্রীর মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্রেই শোক নেমে এসেছে। অনেক নামি দামি তারকা অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক সামাজিক যোগাযোগ মাধ্যমে অলিভিয়াকে শ্রদ্ধা জানাচ্ছেন।

করোনাজয়ী ফুটবলার সাত মিনিটে হ্যাটট্রিক
ম্যানইউ’র সাবেক বেলজিয়ান তারকা মারুয়ানে ফেলাইনির মাত্র সাত মিনিটের ঝড়েই করে ফেললেন হ্যাটট্রিক। তাতেই ধুমড়ে-মুচড়ে গেলো প্রতিপক্ষ। ৭৯ থেকে ৮৬ মিনিটে।

রোববার চিনা সুপার লিগে ফেলাইনির হ্যাটট্রিকে ভর করে দালিয়ান প্রো’কে ৩-২ গোলে হারাল শেনডং লুনেং। মজার ব্যাপার হল করোনাকে হারিয়ে সুস্থ হওয়া বেলজিয়ান এই তারকা করোনা পরবর্তী লিগের প্রথম ম্যাচেই গড়লেন হ্যাটট্রিকের ঘটনা। তার চেয়েও আশ্চর্যের বিষয়, মাত্র সাত মিনিটের ব্যবধানে ফেলাইনির হ্যাটট্রিকের তিনটি গোলই এল হেড থেকে।

ফেলাইনির নাম শুনলেই ফুটবল ভক্তদের চোখে ভেসে ওঠে মাথাভর্তি চুলওয়ালা এক ফুটবলারের চেহারা। কিন্তু করোনাজয়ী ফুটবলার ফেলাইনির মাথা ভর্তি সেই চুল নেই এখন আর। তবে ওজন এতটাই কমিয়েছেন যে চোয়ালের হাঁড়গুলো গুনে দেখা যাবে।

সেই ফেলাইনি মাঠে ছিলেন দুর্দান্ত। সালোমোন রন্ডনের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল রাফায়েলে বেনিতেজের দল দালিয়ান প্রো। কিন্তু ৭৯ মিনিট, ৮৩ মিনিট এবং ৮৬ মিনিটে তিনটি সেটপিস থেকেই ফেলাইনির সুযোগ-সন্ধানী হেড জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে।

ডানপ্রান্ত থেকে করা মাত্র সাত মিনিটের ব্যবধানে তিনটি সেটপিস থেকে নিশানায় অব্যর্থ থাকলেন ম্যানইউর সাবেক খেলোয়াড়। যার মধ্যে দু’টি এসেছে কর্নার এবং একটি গোল এসেছে ফ্রি-কিক থেকে।

স্বাভাবিকভাবেই করোনা জয়ী ফেলাইনির এই কীর্তিতে কমবেশি হতবাক তার সতীর্থ থেকে প্রতিপক্ষ দলের ফুটবলাররা। হ্যাটট্রিকের পর গ্যালারিতে উঠে দাঁড়িয়ে বেলজিয়ান ফুটবলারটিকে অভিবাদন জানান তার সতীর্থরা।

শানডং ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করলেও জয় আটকায়নি ফেলাইনির দলের।

উল্লেখ্যঃ এপ্রিলের মাঝামাঝি সময়ে চিনা সুপার লিগের একমাত্র ফুটবলার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন ফেলাইনি। তিন সপ্তাহ চিনেরই স্থানীয় এক হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে ঘরে ফেরেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

শানডং লুনেং জানিয়েছিল, উপসর্গহীন করোনায় আক্রান্ত হন ফেলাইনি। ম্যাচ জিতিয়ে রোববার ফেলাইনি বলেন, ‘গোল করা সবসময়ই একটা দারুণ অনুভূতি। ম্যাচ জিতে কার না ভালোলাগে? খেলাটা কঠিন ছিল তবে দুর্দান্ত লড়াই হয়েছে।’

করোনা সম্মুখযোদ্ধা  ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি  আলামিন তালুকদারের করোনা পজিটিভ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি( জেআর‌ইউ) সভাপতি ও ডিবিসি জেলা প্রতিনিধি আলা আমিন তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনাকালে কোভিড ১৯ সম্মুখ যোদ্ধা সাংবাদিক ছিলেন। ঝালকাঠি সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন ও করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের দুঃখ দুর্দশার সংবাদ নিয়ে রাত দিন মাঠে ছিলেন এই মানবপ্রেমী সাংবাদিক নেতা । স্থানীয় প্রশাসনসহ  সর্বমহলে প্রশংসিত এবং লাইফম্যান খ্যাত সাংবাদিক আল আমিন তালুকদার ৩/৪ দিন জ্বর কাশিতে ভোগার পর সতর্কতা অবলম্বনের জন্য নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করেন। পরে তিনি নলছিটি উপজেলা হাসপাতালে নমুনা পরীক্ষা করালে গতকাল সোমবার পজিটিভ রিপোর্ট আসে। তিনি তার নিজ ওয়ালে এ বিষয়ে পোষ্ট দিয়ে করোনা পজিটিভের খবর অবহিত করেন। এ খবরে  অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনের মধ্যে অনুকম্পা সৃষ্টি হয় এবং তার জন্য দোয়া করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

নওগাঁর বাড়ির আঙ্গিনায় এখন আমনের বীজতলা

আব্দুর রউফ রিপন, নওগাঁ : নওগাঁর ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি-কৃষ্ণপুর-মালঞ্চি বেড়িবাঁধ ভেঙ্গে বন্যার পানিতে প্লাবিত হয়েছে প্রায় ১০টি গ্রাম। প্লাবিত হয়েছে উপজেলার নিম্মাঞ্চলগুলো। পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। এছাড়া দ্বিতীয় দফায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিদিনই নতুন নতুন এলাকাগুলোতে প্রবেশ করছে পানি।

প্লাবিত হওয়া নিম্মাঞ্চল থেকে বন্যার পানি নেমে না যাওয়ার কারণে আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে কৃষকরা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় বর্তমানে নিজের বাড়ির উচু খলিয়ান (আঙ্গিনা) কে বানিয়েছেন আমন ধানের বীজতলা। যেন বন্যা পরবর্তি সময়ে আমন ধানের চারার সংকট দেখা না দেয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১৪২৫হেক্টর জমিতে আউশ ধান রোপন করা হয়েছে। বন্যার পানিতে প্রায় ২০০হেক্টর আউশ ধান আক্রান্ত হয়েছে। আউশ শেষে আসন্ন আমন মৌসুমে উপজেলায় আমন ধান চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৮৫০হেক্টর জমি। সেই লক্ষ্যে তৈরি করা হয়েছিলো ৯৫০হেক্টর আমনের বীজতলা। কিন্তু হঠাৎ হানা দেওয়া বন্যার পানিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫হেক্টর বীজতলা। আর পানিতে স্থায়ী ভাবে নষ্ট হয়েছে প্রায় ১২হেক্টর বীজতলা। যার কারণে বন্যা পরবর্তি সময়ে যেন আমন ধানের চারার সংকট না হয় তাই উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় কৃষকরা নতুন করে কিছু উচু জমি ও নিজের বাড়ির উচু খলিয়ানে (আঙ্গিনা) নতুন করে বীজতলা তৈরি করছেন। ইতিমধ্যেই ১১হেক্টর উচু জমিতে নতুন করে বীজতলা তৈরি করা হয়েছে।

খট্টেশ্বর গ্রামের কৃষক আব্দুল হান্নান মিয়া বলেন বন্যার পানিতে আমার ৪বিঘা জমির আউশ ধান পানিতে তলিয়ে গেছে। এছাড়াও আমন ধানের জন্য তৈরি করা ১বিঘা জমির বীজতলাও তলিয়ে গেছে। তাই এখন আবার কৃষি অফিসের পরামর্শ অনুসারে আমার বাড়ির আঙ্গিনায় নতুন করে বীজতলা তৈরি করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন বন্যার পানিতে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের বীজতলা। তবে বন্যার পানি যদি আগস্ট মাসের প্রথম দিকে নেমে যায় তাহলে কৃষকরা ব্রি ধান-৩৪সহ নাবি জাতের আমন ধান রোপন করতে পারবেন। কারণ এই জাতের ধান একটু দেরিতে রোপন করলেও ফলনের কোন সমস্যা হবে না। এখনোও কৃষকরা নতুন করে বীজতলা তৈরি অব্যাহত রেখেছেন। তাই উপজেলায় এখন পর্যন্ত যে পরিমাণ বীজতলা অক্ষত রয়েছে এবং নতুন করে তৈরি করা হয়েছে তা দিয়ে আমন ধান রোপন সম্পন্ন হবে বলে আশা করছি।

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইসরাফিল আলম
সালমান ফার্সী (সজল),নওগাঁ : মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম।

সোমবার সকাল ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৭ জুলাই থেকে ঢাকা স্কয়ার হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন তিনি।

বিকেল ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তার মরদেহ রানীনগর উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হেলিপ্যাডে পৌঁছায়। সেখান থেকে গ্রামের বাড়ি নেয়া হয়।
এবং সন্ধ্যা ৭টার দিকে গ্রামের বাড়িতে নওগাঁর রানীনগরের গোনা গ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বাদ আসর ঝিনা গ্রামের ঈদগাহ ময়দানে দুই দফায় জানাজা অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন ।

এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আইন উদ্দিন, জেলা প্রশাসক হারুন অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রানীনগর-আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেন।

চিকিৎসকরা জানান, গত ৬ জুলাই অসুস্থতা নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইসরাফিল আলম। তখন তার করোনা ধরা পড়ে। এখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর তিনি বাড়ি চলে যান। পরে পরীক্ষা করলে করোনা নেগেটিভ আসে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা দিকে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। বাড়িতে নিয়ে আসার পর তার কাশির সঙ্গে রক্ত আসে। এ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আবারও ভর্তি করা হয়। তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন ছিল ।সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৯৬৬ সালে রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে জন্মগ্রহণ করেন ইসরাফিল আলম। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন তৎকালীন ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসরাফিল আলম। তার প্রতিদ্বন্দী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দীতায় এবং একাদশে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরকে পরাজিত করে নির্বাচিত হন ইসরাফিল আলম।

বেনাপোলে অভিনব কায়দায় পাচারের সময় টায়ারের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে অভিনব কায়দায় পাচারের সময় ৪০০ বোতল উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৭ জুলাই)রাত ৯ টার সময় ছোট আচড়া মন্দির সড়কের পাশে অভিনব কায়দায় টায়ারের ভিতরে সেট করা অবস্থায় এ ফেনসিডিল চালানটি উদ্ধার হয় । এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান,তার কাছে গোপন সংবাদ আসে ফেনসিডিল পাচারকারীরা বিপুল পরিমাণ একটি ফেনসিডিল এর চালান এনে ছোট আচড়া মন্দির সড়কের পাশে টায়ারের ভেতর অভিনব কায়দায় সেট করছে।

এমন সংবাদে তার নির্দেশনায় বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া, নায়েক নুরুল ইসলাম, নায়েক নাসির উদ্দিন, ল্যানস নায়েক হাসের, ল্যানস নায়েক সুজন ও সিপাহী বিনোদ সেখানে অভিযান চালিয়ে অভিনব কায়দায় টায়ারের ভিতরে সেট করা অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়নের পাঠানো হবে।

বাংলাদেশে পৌঁছাল ভারতের দেয়া উপহার

 সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা : বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে দেয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে। দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব রেল ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভারতের গেদে রেলস্টেশন থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায় ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন।


নতুন ব্রডগেজ রেল ইঞ্জিন দেশে আসায় বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনের ঘাটতি কিছুটা পূরণ হবে। ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন প্রথমে নেয়া হবে বাংলাদেশের পার্বতীপুর ও ঈশ্বরদী রেলওয়ে জংশনে।

সোমবার ভারতীয় সময় সকাল ১০টার দিকে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ঈদ উপহার হিসেবে দেয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে রেলস্টেশনে এসে পৌঁছায়। এরপর গেদে কাস্টম ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে রেল ইঞ্জিনগুলো। জয়নগর সীমান্ত পার হয়ে ইঞ্জিনগুলো বিকেল সোয়া ৪টার দিকে বাংলাদেশের দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায়। ব্রডগেজ রেল ইঞ্জিনগুলো ফুল দিয়ে সাজানো ছিল। ইঞ্জিনগুলো দর্শনা পৌঁছলে চালকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

ব্রডগেজ রেল ইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর, রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী, রাজশাহী পশ্চিম রেলওয়ে জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গ্রহ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও রাজশাহী পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান

সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছামির মাহমুদ, সিলেট :  সিলেটের জৈন্তাপুর থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল খালিক কন্টাই (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমের তত্ত্বাবধানে রোববার এসআই নিতাই লাল রায়ের নেতৃত্বে জৈন্তাপুর থানার দরবস্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কন্টাই জৈন্তাপুর থানার কলাগ্রামের বরকত উল্লাহর ছেলে। এ সময় পুলিশ তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতার কন্টাই উপজেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) এসআই নিতাই লাল রায় বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, মাদকের সাথে যুক্ত ব্যবসায়ী এবং সেবনকারী পরিবার ও সমাজের শত্রু। পুলিশ সুপারের নির্দেশে সিলেট জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রামে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আবু আজাদ,চট্টগ্রাম : সোমবার (২৭ জুলাই) ভোর ৫টা ২8 মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ এ বিষয়ে বলেন, কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কালুরঘাট, চন্দনপুরা ও বায়েজিদের চারটি ইউনিটের ১০টি গাড়ি কাজ করছে। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। তবে এখনো পুরোপুরি নির্বাপণ কাজ শেষ হয়নি। আমরা কাজ করছি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

‘করোনায় গণমাধ্যমকর্মীরা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন’

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, করোনার মধ্যে গণমাধ্যমকর্মীরা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন। তারা দিনরাত নিরলসভাবে জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে তা প্রচার করছেন।

তিনি বলেন, কাউকে যোগ্য সম্মান দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্পণ্য করেন না। সেজন্যই তিনি করোনাযোদ্ধাদের বিশেষ তহবিল থেকে অনুদান দিয়ে অনুপ্রেরণা যুগিয়েছেন।


রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিকদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনাদের আমি স্যালুট জানাই। আপনারা বর্তমান সময়ে যেভাবে মাঠে থেকে কাজ করে যাচ্ছেন, তাতে সমাজের অনেক তথ্য উঠে আসছে।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি ডা. কে আর ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার ৭১ জনসহ বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার ১৮৩ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget