করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে তানোরের ইউএনও

 করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে তানোরের ইউএনও

ফেরদৌস সিদ্দিকী : প্রাণঘাতী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করে জানান, ইউএনও প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে বিশেষ একটি কক্ষে চিকিৎসা নিচ্ছেন। করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ইউএনওর স্ত্রী ও সন্তানও জ্বরে ভুগছেন। ফলে তার পরিবারের সদস্যসহ ইউএনও অফিসের স্টাফদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget