কাজল কায়েস : লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আব্দুল গফফার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএমও আনোয়ার হোসেন বলেন, সিভিল সার্জন আবদুল গফফার গত তিনদিন অসুস্থ ছিলেন৷ তাকে ঢাকার আনোয়ার খাঁন মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুরে এ পর্যন্ত ৪ হাজার ৯১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ৬০৮ জনের করোনা পজিটিভ এসেছে। শুরু থেকে এ পর্যন্ত ২৭৬ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ১১ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩১৯ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন