রেজাউল করিম রেজা : নাটোরের বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার স্যান্নাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৃতের চাচা মাসুদ (৪০), ভাই সুমন (১৭), মা রত্না বেওয়া (৫৫), শ্বাশুড়ি লিলি বেগম (৫০) ও শ্যালক হান্নান (৩২)। এছাড়া চালক সোহাগ (৩৫) ও হেলপার মিলন (১৮)।
আহতদের স্বজনরা জানান, বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের নতুন কলাবাড়িয়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে আতিয়ার রহমান অসুস্থ হয়ে চার দিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান মারা যান। বুধবার সকালে রাজশাহীর একটি লাশবাহী প্রাইভেট অ্যাম্বুলেন্সে মৃতের স্বজনরাসহ মরদেহ বাগাতিপাড়ায় আনা হচ্ছিল। বাড়ি থেকে কিছুদূরে উপজেলার স্যান্নালপাড়া এলাকায় পৌঁছালে ভাঙা সড়কে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় যাত্রীসহ অ্যাম্বুলেন্সটি উল্টে রাস্তার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। এতে ৭ জন আহত হন। আহতদেরকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, দয়ারামপুরের স্থানীয় ক্লিনিক এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছিল। আহতদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.