ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসকারী ৫৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিককে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার।
বুধবার (২৪ জুন) সকালে বিশেষ ফ্লাইটের মাধ্যমে ফ্রান্সগামী যাত্রীদের ঢাকায় আনা হয়।
এক প্রেস বার্তায় নভোএয়ার জানায়, বিশেষ ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে অন্য একটি বিমান সংস্থার (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
এর আগে মঙ্গলবার বাংলাদেশে এসে আটকেপড়া ১৯ ভারতীয় নাবিককে কলকাতা পৌঁছে দেয় নভোএয়ার। পাশাপাশি ভারতে চিকিৎসা করাতে গিয়ে আটকেপড়া ৩৯ জনকেও ফিরিয়ে আনে এয়ারলাইন্সটি।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে প্রতিদিন তিনটি, যশোরে তিনটি, সৈয়দপুরে চারটি ও সিলেট একটি করে ফ্লাইট পরিচালনা করছে।
একটি মন্তব্য পোস্ট করুন