কামরুজ্জামান আল রিয়াদ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা ও তার খালাতো বোন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে তাদের মৃত্যু হয়।
এর আগে শনিবার (২০ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন ছাত্রদল নেতা ও অলিপুর বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান আনু ও তার খালাতো বোন নাজু আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাত সাড়ে ৩টার দিকে হাবিবুর রহমান আনু ও এর ঘণ্টা খানেক পর তার খালাতো বোন নাজু আক্তারের মৃত্যু হয়।
অলিপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন