নওগাঁর বদলগাছী রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার


নওগাঁর বদলগাছী রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার

সালমান ফার্সী (সজল, নওগাঁ): নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে গাছের নিচে ব্যাগ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে, তার বয়স ৩/৪ দিন হবে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
পাহাড়পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন,  শুক্রবার রাত ৮টার দিকে পথচারীরা পাইকড়তলী মোড়ে পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের পাশে এক নবজাতকের কান্নার শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা আশপাশে খোঁজ করে একটি গাছের নিচে পলিথিন ব্যাগের ভেতর মেয়ে নবজাতককে দেখতে পান।
এরপর পাহাড়পুর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কে বা কারা ফেলে গেলেন, বুঝতে পারছি না।
বদলগাছীর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, নবজাতকটি পুলিশের হেফাজতে এবং সুস্থ আছে। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget