রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠির
কাঠালিয়ায় প্রতিবন্ধীর পরিবার মাথা গোঁজার ঠাঁই নেই। সামান্য মেঘ
বৃষ্টির পানিতে ভিজে ঘুমাতে হয় অসহায় গরীব প্রতিবন্ধী অহিদ মিয়ার পরিবার।
কাঠালিয়া
উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের নতুনবাজার চরাইলের স্থায়ী বাসিন্দা তিনি।
বসতঘরের জমিটুকু ছাড়া আর কোন জমি নেই তার। স্ত্রী অন্যের বাসায় কাজ করে
৩টি নাবালক সন্তানসহ অসুস্থ্য প্রতিবন্ধী স্বামীকে খুব কস্টে মানবেতর জীবন
করছে। রাতে ঘুম আসে না। বৃস্টির পানি পানিতে বিছানা ভিজে যায়। বৃষ্টি শুরু
হলেই আদরের ধন বাচ্চাদের পাখির মত জড়িয়ে ধরে বসে থাকে সারা রাত। কখন
বৃষ্টি থামবে সেই অপেক্ষায় থাকে। ঘরের চালা পলিথিন ও সামান্য খড়কুটা
দিয়ে তৈরি। একটু জোরে সোরে বাতাস বইলে পলিথিনসহ চালা উড়িয়ে নিয়ে যায়।
বসত ঘর তোলার কোন সামর্থ নেই অহিদের। জেলা ও উপজেলা প্রশাসনের এবং উপজেলার
জনপ্রতিনিধিদের নিকট এক খানা ঘরের জন্য আবেদন জানিয়েছেন অসুস্থ
প্রতিবন্ধী মো: অহিদ মিয়া। তার জীবনের বড় চাওয়া পাওয়া স্ত্রী,
বাচ্চাদের নিয়ে একটু মাথা গোঁজার ঠাঁই। কোন ধনাঢ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান
তার সহায়তা এগিয়ে আসেন তাঁর কাছে চির কৃতজ্ঞ থাকবেন অহিদ মিয়া।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.