‘শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে হবে এশিয়া কাপ’

‘শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে হবে এশিয়া কাপ’

করোনাভাইরাসের কারণে এখনও অনিশ্চয়তার খড়গ ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর। আগামী অক্টোবর-নভেম্বরে আদৌ হবে কি না কুড়ি ওভারের বিশ্বকাপ, তা জানা নেই কারওর। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানাল, আগামী সেপ্টেম্বরে যথাসময়েই হবে এশিয়া কাপ।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের মতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। যার মানে দাঁড়ায় পাকিস্তান নিজ দেশে এশিয়া কাপ আয়োজনের আশা ছেড়েই দিয়েছে।

করাচিতে এক সংবাদ সম্মেলনে ওয়াসিম খান বলেছেন, ‘এশিয়া কাপ যথাসময়েই হবে। পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ড থেকে ফিরবে সেপ্টেম্বরের ২ তারিখ। এরপর আমরা সেপ্টেম্বর বা অক্টোবরে এশিয়া কাপ দেখতে পারি।’

তিনি আরও বলেন, ‘এখন বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সময়ের সাথে সাথে সবার কাছে পরিষ্কার হবে। আমরা আশাবাদী কারণ শ্রীলঙ্কা করোনাভাইরাস খুব একটা ছড়ায়নি। তবে তারা যদি নাও পারে তাহলে আরব আমিরাত প্রস্তুত আছে।’

এশিয়া কাপের পরপরই নির্ধারিত হয়ে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। যদি সেটি না হয় তাহলে সেই সময়টাকে যথাযথভাবে কাজে লাগানোর কথা ভাবছে পাকিস্তান। ঐ সময়ের মধ্যে পাকিস্তান সুপার লিগের বাকি থাকা ম্যাচগুলোও করে ফেলতে পারে তারা।

ওয়াসিম বলেন, ‘আমরা ডিসেম্বরে জিম্বাবুয়েকে ঘরের মাঠে স্বাগত জানানোর পর নিউজিল্যান্ড সফরে যাবো। এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বরে পিএসএলের ব্যাপারে ভাবছি আমরা।’
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget